Ameen Qudir

Published:
2019-04-22 21:07:25 BdST

বাংলাদেশে প্রথমবারের মত মিডল সেরিব্রাল আর্টারি সম্পূর্ণ রিক্যানালাইজ করা হল


 

ডা. সুভাষ দে ও তার টিম

ডাক্তার প্রতিদিন
_______________________

বাংলাদেশে প্রথম বারের মত  একটি বেসরকারি হাসপাতালে মিডল সেরিব্রাল আর্টারি সম্পূর্ণ রিক্যানালাইজ হল। দেশটির রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে এই সফল অপারেশন সম্প্রতি সম্পন্ন করেন ডা. সুভাষ দে ও তার টিম।
ডা. সুভাষ দে
জানাচ্ছেন বিস্তারিত ।

মধ্যবয়স্ক ভদ্র মহিলা হঠাৎ করেই ডান হাত পা দুর্বলতা নিয়ে ল্যাব এইড হাসপাতালে আসলেন। যখন অমিত দেখাল , তখন তিন ঘন্টা হয়ে গেল। এমআরআই দেখে সিদ্ধান্ত নিলাম Mechanical thrombectomy করার। কিন্ত বিধি বাম। thrombectomy device কোন কোম্পানির কাছে নাই। সবুজ আর আমি সিদ্ধান্ত নিলাম intraarterial thrombolysis করার। আপনাদের আশীর্বাদ ও দোয়াতেই বাংলাদেশে প্রথম বারের মত Middle cerebral artery সম্পুর্ণ recanalize করলাম ।রেজাল্ট হাতের কাছেই।প্রসিডিউর শেষে হাত ও পায়ের পাওয়ার জিরো থেকে তিন হয়ে গেল। আশা করছি কালকে আরও ভালো দেখবো। ধন্যবাদ ল্যাব এইড স্ট্রোক কো অর্ডিনেটর আরিফ সাহেব ও ডা. কাওসার ভাইকে । এখানে ডা. সুভাষ দে র পরিচয় তুলে ধরা হল।
ডা. সুভাষ দে ।
Associate Professor ,BANGABANDHU SHEIKH MUJIBUR MEDICAL UNIVERSITY

Fellow in " INTERVENTIONAL NEUROLOGY AND STROKE"
Studied at Chittagong Medical College

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়