Ameen Qudir

Published:
2019-03-21 06:20:13 BdST

পপুলারে MRI ৬০০০ টাকা: বামরুনগ্রাদে ৮৮০০০ টাকা:একই যন্ত্র,একই রেজাল্ট


 

 

 

অধ্যাপক ডা. মুজিবুল হক
_______________________________

এ্যাপলোতে মেজিস্ট্রিট দিয়ে তদন্তে তোলপাড়।

করপোরেট হাসপাতালে চিকিৎসকরা সেই হাসপাতালের শুধু বেতন ভোগী কর্মচারী। এখানে তাদের কোনো ব্যবস্থাপনা, মতামত, টাকা পয়সার কমবেশীর সঙ্গে সম্পর্ক নাই।
অজ্ঞ জনগণ সব কিছুর সঙ্গে 'ডাক্তার' জুড়ে দেন।
এভাবেই ডাক্তার নিয়ে নেগেটিভ ধারণা গড়ে ওঠে।

বিখ্যাত ঢাকা মেডিক্যাল এ বছরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টা অপারেশন হয়। বিনামূল্যে।
এত অপারেশনে কোনো ডাক্তার ১ পয়সা ঘুষ চেয়েছেন এমন ঘটনা, এমন ঘুষের লীলাভূমি এই দেশটিতে একটি ও ঘটে নি।

দয়া করে এটা চিন্তা/বিবেচনায় রাখুন।

এ্যাপলো এর সকল লাভ ২/৩জন গারমেন্ট ব্যবসায়ী মালিক পান। ব্যবস্থা পনা সাধারণতঃ দেখেন নন মেডিকেল অবাংলাদেশী ম্যানেজমেন্ট।
দক্ষ চিকিৎসক (যেমন m ali knee sugeon রা ) যেমন আছেন, নিশ্চয়ই কম দক্ষও আছেন।

খরচ নিয়ে একটা মন্তব্য : নিজের ই পপুলার ধানমন্ডিতে তে MRI এর একেবারেই শেষ ভারসনের যন্ত্রে খরচ ৬০০০ টাকা লেগেছে। কদিন পরে বামরুনগ্রাদের বিল দেখুন।MRI চার্জ : ৮৮০০০ টাকা। একই যন্ত্র,একই রেজাল্ট।একটা প্রেসক্রিপশন চার্জ ৩০০০০টাকা।


এখানেও ডাক্তারদের শুধু ফিক্সড বেতন।
আমি আমাদের বড় ডাক্তারের একটা বড় অপূর্ণতা দেখি তা হলো তাদের কাউন্সেলিং (সমস্যাটা বুঝিয়ে বলা, আশ্বস্ত করা, নিজের করে নেয়া।)র অদক্ষতা বা অজান্তেই অনিচ্ছা ঘটে। এটা কাটিয়ে উঠলে কোন অভিযোগের কোন সুযোগ নেই।
___________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়