Ameen Qudir

Published:
2019-03-10 06:47:04 BdST

পারলে ডাক্তারকে বের করে দিয়ে তারাই চিকিৎসা করে!




ডা. আতিকুজ্জামান ফিলিপ
_________________________

অসুস্থ্য কাদের ভাইকে দেখতে মাউন্ট এলিজাবেথেও ভিড় করছে শতশত নেতাকর্মী!
প্রিয় নেতার অসুস্থ্যতায় উদ্বিগ্ন নেতাকর্মীরা এমন ভিড় করবেই, এতে দোষের কিছু দেখি না।

কিন্তু দোষটা হয় তখনই যখন সেটা অসুস্থ্য নেতার সুস্থ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়!

আমরা খুব ভালো করেই জানি যে মাউন্ট এলিজাবেথের বাইরের চত্বর বা সর্বোচ্চ হাসপাতাল রিসিপশন পর্যন্তই এইসব নেতাকর্মীর দৌড় সীমাবদ্ধ!
এই লাইন ক্রস করে কাদের ভাইয়ের টিকিটি দেখার সাধ্যি কোন নেতাকর্মীর নেই কিংবা সে সাহস তারা দেখাবেও না।

আর আমাদের এই প্রিয় বাংলাদেশে ?

এই নেতাকর্মীরাই এই কাদের ভাইকেই দেখতে-

পারলে আইসিইউ কিংবা সিসিইউ তে ঢুকে পড়ে!

পারলে ডাক্তারকে বের করে দিয়ে তারাই কাদের ভাইয়ের চিকিৎসা করে!

পারলে সাংবাদিক ক্যামেরাম্যান আর চুন্নি সাহারা অচেতন কাদের ভাইয়ের মুখের সামনে বুম এগিয়ে ধরে তার অনুভূতি জানতে চায়! যেমন করে রানা প্লাজার ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া অর্ধমৃত শ্রমিকের মুখে বুম এগিয়ে তার অনুভুতি জানতে চেয়েছিলো তারা!

এই নেতাকর্মী কিংবা সাংবাদিকরা তখন একবারও ভাবে না যে সহানুভূতি দেখাতে গিয়ে কিংবা সংবাদ প্রচার করতে গিয়ে তারাই রুগির সবচেয়ে বড় ক্ষতি করছে!

এরা বুঝতে চায় না যে রুগিকে চিকিৎসা দানের ক্ষেত্রে চিকিৎসকদের জন্য তারাই বড় বাঁধার সৃষ্টি করছে!

অথচ এই নিয়ম না মানা মানুষগুলোই দেশের বাইরে গেলে একেবারে তারের মতো সোজা হয়ে যায়!
যত অনিয়ম শুধু দেশের ভিতর যতক্ষণ থাকে!

দেশের ভিতরেও একটা ছোট্ট বিদেশ আছে!
সেটা হলো প্রতিটা ক্যান্টনমেন্ট!
এই মানুষগুলোই যখন এইসব ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে তখনও তারা তারের মতো সোজা হয়ে যায়!
সেখানে নিয়মগুলো ঠিক ঠিক মেনে চলে!

আবার বিপরীতচিত্রও দেখেছি!
ক্যান্টনমেন্টের বাইরে আসলে ক্যান্টনমেন্টের ভিতর কঠোর নিয়ম মেনে চলা কোন কোন সেনাসদস্যরাও নিয়ম ভুলে যায়!

তখন তারা দেশের ভিতরের ছোট্ট বিদেশ থেকে বেরিয়ে মূল ভূ-খণ্ড বাংলাদেশে এসে পড়ে!
তাই তারা নিয়ম ভুলে যায়!

তারা তখন যত্রতত্র তাদের গাড়ি পার্কিং করার মতো আরো অনেক অনিয়ম করে!
হায় বিধি!
এই বাংলাদেশে 'নিয়ম না মানাটাই' যে নিয়ম!
______________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়