Ameen Qudir

Published:
2019-01-27 07:12:08 BdST

সৌদি আরব থেকে"ডকতরা, তোমার একটা ছোট ছেলে আছে না?”


 

 

ডা শরীফা নাজনীন

মরুর মারকাজ ছাহী( ছোট হাসপাতাল থেকে)
————————
ডকতরা”তোমার একটা ছোট ছেলে আছে না?”আলানুদ এর কথায় আমি মাথা তুলে তাকালাম! নাম” মানে হ্যা” আছে তো...
কিন্তু কেন?!!
কেন জ্ঞিজ্ঞাস করছো?!!”
আমার ছেলেরে চিনে না এই এলাকায় কেউ নেই। আমি যখন ওকে নিয়ে সৌদি আরব এসেছি ওর বয়স ছিলো দুই। এখন তিন।যা দুষ্ট।!অনবরত ছোটাছুটি করে।
একবার ছেলেদের দেখার জায়গায় যায় ,একবার মেয়েদের দেখার জায়গা মানে আমার এখানে আসে...আর ওই এলাকার ডকতর-ডকতরার ছেলে বলে কথা।
তাই সবাই চিনে। যাদের আমি চিনিনা,তারাও...
আমি আলানুদকে জ্ঞিজ্ঞাস করলাম,কি হয়েছে?কেন জানতে চাইছো আমার ছেলের কথা?ভাবলাম আবার কোন দুষ্টামী তো করেনি?!
আলানুদ বললো “ওর জন্য আমি পাঁচ কার্টুন জুস(বিশাল কার্টুন),পাঁচ ব্যাগ চিপস,চকোলেট,অনেক ফল নিয়ে এসেছি।।”তুমি যদি রাখো আমি খুশী হতাম।
আমি জানি সৌদিরা বাচ্চাদের খুব খাবার কিনে দেয়।অনেক আদর করে।
কিন্তু তাই বলে এতো?!?
আমি বললাম”না আমার বাসায় আছে। লাগবে না। তাও আলানুদ শুনলো না। জোর করে দিয়ে গেল...আমি একটু অবাক ই হলাম। এতো জিনিস...
আমি আমার নার্স ওমাইমাকে বললাম এই কথা।আর বললাম কিছু লাগলে তুমি নিয়ে নাও।।সে বলল”লাগবে না ডকতরা” আমাকে ও দিয়েছে।আর দেখবে প্রতি মাসে ই দিবে।আমি বললাম “এতো দিচ্ছে কেন? দান খয়রাত নাকি?!!
তাইলে আমি নিবো না।সে বলল”না ,এটা দান নয়....
তারপর সে যা বলল,তা শুনে আমার চক্ষু চড়কগাছ !
ডকতরা,আলানুদ প্রতি মাসে ওর স্বামী যখন বেতন পায়...সাথে সাথে স্বামীকে এক বিশাল প্রয়োজনীয় জিনিসপত্র এর লিষ্ট ধরিয়ে দেয়।ওর স্বামী সব কিনে আনে। ও সব জিনিস একটা গোপন রুম এ গাঁদা করে রাখে।ওর যেহেতু বাচ্চা বেশী ,স্বামী বুঝতে পারেনা।কিন্তু আসলে ও প্রয়োজন এর তুলনায় বেশী কিনে...
আমি একটু আশ্চর্য হলাম।জানতে চাইলাম “কেন বেশী কিনে...?!
আর অবাক হয়ে গেলাম...
ডকতরা.”ওর স্বামীর হাতে টাকা থাকলে,ও আরেকটা বিয়ে করবে...
তুমি তো জানো এখানে ছেলেরা বিয়ে করে বেশী...
তাই ও লাগুক ,না লাগুক একগাদা জিনিস কিনে ওর স্বামীর সব টাকা খরচ করে ফেলে...
যেন স্বামীর হাতে কোন টাকা না থাকে...
আর সে বিয়ে ও না করতে পারে...
পরে সে প্রতিমাসে ই বেতন এর আগে সব বিলিয়ে দেয়...
আবার নতুন করে কিনে...
আমি শুনে হাসালাম আর ভাবলাম”হায় আল্লাহ,এখানে কত পারিবারিক কুটনীতি করে মেয়েদের তাদের স্বামীকে আটকাতে হয় বিয়ে করা থেকে।মায়া লাগলো মেয়েটার জন্য....

___________________________________________________


ডা শরীফা নাজনীন
রেইন,সৌদি আরব...
সত্য ঘটনা অবলম্বনে....

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়