Ameen Qudir

Published:
2019-01-18 06:50:51 BdST

কুষ্টিয়াকুষ্টিয়া মেডিকেলে নির্মাণাধীন ছাদ ভেঙে ৫ আহত: মানুষ বাঁচানোর ভবনে এমন অবহেলা!


 


ডেস্ক
________________________

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৫ জন শ্রমিক আহত হয়েছে, আটকা পড়ে আছে আরও ৩ জন। বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওয়াকিবহাল মহলের দাবি, এ বিষয়ে কঠিন তদন্ত দরকার। কেন ছাদ ধ্বসে পড়ল। এই ছাদের নীচে মানুষের জীবনদাতাদের শিক্ষাক্রম চলতো আগামীতে। সে কাজে এমন গাফিলতি, কল্পনার বাইরে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন এ ব্যাপারে ; যাতে আগামীতে সরকারি ব্যবস্থাপনায় কেউ এমন ভয়ঙ্কর অবহেলার সাহস না পায় !

ওদিকে ফায়ার সার্ভিস জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের নবনির্মিত ভবনের বাইরের অংশে ছাদের ঢালাই কাজ চলছিলো। হঠাৎই ছাদ ধসে পড়ে। এতে আহত হয় ৫ শ্রমিক। আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় সময় আটকা পড়ে আরও ৩ জন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়