Ameen Qudir

Published:
2019-01-02 23:11:31 BdST

নবজাতকবছরের প্রথম দিনে ৪ লাখ শিশুকে পৃথিবীতে আনলেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবীরা


 

 

 

ডেস্ক
______________________

বছরের প্রথম দিনে ৪ লাখ শিশুকে পৃথিবীতে আনলেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবীরা। এমনই রিপোর্ট প্রকাশ করেছে ইউনিসেফ।
জনসংখ্যা বাড়ছে বিশ্ব জুড়ে। বাংলাদেশও পিছিয়ে নেই। নববর্ষের প্রথম দিনে বাংলাদেশে কয়েক হাজার শিশুর জন্ম হয়। ধর্মান্ধতার কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যত ব্যর্থ। ইউনিসেফের এই হিসেবের বাইরে রয়ে গেছে আরও হাজারও শিশু। শিক্ষা ও হাসপাতাল সুবিধার বাইরে এরা জন্ম নেয়। ইউনিসেফের ওই রিপোর্টে আরও বলা হয়েছে— গোটা বিশ্বে ২০১৯ এর প্রথম দিনে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২। প্রায় চার লাখ নবজাতকের মধ্যে সবার উপরে থেকে ভারতের সংযোজন প্রায় ৭০ হাজার নবজাতক।

আর এই বৃদ্ধিতে ১৩০ কোটির ভারত টেক্কা দিচ্ছে চিনকেও। মঙ্গলবার ইউনিসেফের পক্ষে দেওয়া হিসেবে ভারত বছরের প্রথম দিনে ৬৯ হাজার ৯৪৪ নবজাতককে স্বাগত জানিয়েছে। এই সংখ্যাটা চিনের ক্ষেত্রে ৪৪ হাজার ৯৪০।

ইউনিসেফের ওই রিপোর্টে বলা হয়েছে এই তালিকায় তিন নম্বরে রয়েছে নাইজেরিয়া। সেদেশে বছরের প্রথম দিনে শিশু জন্মের সংখ্যা ২৫ হাজার ৬৮৫।



আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়