Ameen Qudir
Published:2018-12-25 07:30:55 BdST
ডাক্তারকে হামলাপার্কস্ট্রীটে নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে মারল গুণ্ডারা, যথারীতি প্রশাসন নির্বিকার
ডা. রেজাউল করীম, কলকাতা
____________________________
পার্কস্ট্রীটে নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে মারল গুণ্ডারা। যথারীতি প্রশাসন নির্বিকার। কমিশনারের কাছে অভিযোগ করার পর পুলিশ এফ আই আর নেয়।
এ কেমন রাজ্য যেখানে আইন স্বাভাবিক নিয়মে চলে না? এই রাজ্য নাকি স্কচ পুরস্কার পেয়েছে ৩১টি ভিন্ন ভিন্ন বিষয়ে দুরন্ত সাফল্যের জন্য। আমি জানিনা সেই খবর ঠিক কিনা। তবে ডাক্তার ঠাঙানোতে মনে হয় স্কচ প্রাইজ নেই। থাকলে যে নির্ঘাত পেত সে বিষয়ে কোন সন্দেহ নেই।
ভাবতে অবাক লাগছে, যে আই এম এ কেমন নিবাত নিষ্কম্প মৌনী যোগী রূপ তপস্যায় মগ্ন। বোঝা যাচ্ছে ভবি ভুলবার নয়। কোন রোগের কি ওষুধ ডাক্তারদের চেয়ে আর বেশি কে জানে! তাহলে, কি এবার তেতো বড়িটা গিলিয়ে রোগ সারাতে হবে? সেটাই কি তবে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী?
২.
·
মাননীয়া স্বাস্থ্য মন্ত্রী, এ বছর এপ্রিল মাসে আপনি আমাদের বলেছিলেন ডাক্তারদের উপর হামলা বন্ধ করতে ১) মেডিকেয়ার আইন ২০০৯ কঠোর ভাবে প্রয়োগ করা হবে ২) সব হাসপাতালে ও ট্রাফিক কিয়স্কে হামলার বিরুদ্ধে আইন প্রয়োগের হুঁশিয়ারি বার্তা দেওয়া হবে ৩) আপনি স্বয়ং হামলাবাজির বিরুদ্ধে আপনার সুবিধা মত কড়া বার্তা দেবেন ৪) হামলার ঘটনা ঘটলে পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।
গত রাত পর্যন্ত প্রায় ১৮২ টি ঘটনার একটিতে ও কেউ সাজা পায় নি। হাসপাতালে কোন বোর্ড লাগানো হয় নি। ট্রাফিক কিয়স্কে কোন সতর্কবার্তা নেই।
ধৈর্যের বাঁধ অতঃপর ভেঙে গেলে তার জন্য কে দায়ী হবে?
_________________________
ডা. রেজাউল করীম, কলকাতা র প্রখ্যাত লোকসেবী চিকিৎসক; কল্যান চিন্তক। কলামিস্ট। পেশাজীবি অধিকার আদায়ের নেতা।
আপনার মতামত দিন: