Ameen Qudir

Published:
2016-12-17 15:49:33 BdST

ডাক্তাররা কখনো কারো বন্ধু হতে পারে না: কেন


     

ডা. আইনুল হক
_________________________

১) কোন ডাক্তারের চেম্বারে ভাল প্র্যাকটিস হলে তার সহকর্মীরা সেটা ভালভাবে নিতে পারে না।

২) পিতামাতাকে সময় না দিতে পারলে তারা মন খারাপ করে।

৩) বউকে সময় না দিলেমুখ বেজাড় করে।

৪) সন্তানকে সময় না দিলে তারা কষ্ট পায়।

৫) আত্বীয়স্বজন বা বন্ধু-বান্ধবদের পর্যাপ্ত সময় না দিলে তারা ইতর উপাধি দিতে কার্পণ্য করে না (আগে যতবারই সময় দেন না কেন বর্তমানটাই তাদের হিসেবে থাকে)।

৬) রোগীদের সময় না দিলে নাখোশ হয়। তারা ভাল হলে প্রশংসা করে না, খারাপ হলে/রোগ না সারলে চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতে কার্পণ্য করে না। অথচ সব রোগ ভাল করার ক্ষমতা ডাক্তারদের নাই এইটাও বোঝে না।


কেন সময় দিতে পারেনি- এই কথাটা বলার, জানার বা বোঝার চেষ্টা কেউ করেনা। সবাই শুধু কি পায়নি সেই হিসেব মেলাতে ব্যস্ত।

স্যার বলতেন, লক্ষ্য ঠিক করে সামনে আগাও, ডানে বায়ে বা পেছন ফিরে তাকাবে না। জীবনে কখনো লক্ষ্য স্থির করতে পারিনি। সবাইকে সাথে নিয়ে পথ চলতে চেয়েছি। দিন শেষে মনে হয়েছে অনেকের আরো প্রত্যাশা ছিল।

কাব্যগাথা লেখা হয় শুধু সফলদের নিয়ে, ব্যর্থদের কথা কেউ মনে রাখে না। মা খুব গর্ব করে বলে আমি সচিবের মা, ঘাম ঝরিয়ে যে বড় ভাইটা তাকে মানুষ করল তার অবদান স্বীকৃত হয় না।
ভাতিজা বলে তার চাচা জজ, বোন বলে তার ভাই আর্মি অফিসার, আত্বীয় স্বজনও আমেরিকা প্রবাসী লোকটির মধ্যে রক্তের বাধন খুজেঁ ফেরে।

সবকিছু দেখেশুনে বেলাশেষে হতাশ হয়েই হয়তো কবিগুরু লিখে গেছেন "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে।"


______________________________

 

 

লেখক ডা. আইনুল হক

রেসিডেন্ট , নিউরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়