Ameen Qudir
Published:2018-10-12 20:43:32 BdST
এক বিড়িখোরকে অজ্ঞান করতে গিয়ে বিপদে পড়েছিলাম
ডা. আশীষ দেবনাথ
_____________________________
কাল এক বিড়িখোরকে অজ্ঞান করতে গিয়ে বিপদে পড়েছিলাম। নিজেই নিজের হাতের আঙ্গুলে কোপ দিয়ে এসেছে। এনেসথেসিয়া দেয়ার পর ভয়ানক শ্বাসকষ্ট। ম্যানেজ হলো ভালোভাবেই। সকালে রোগীর সাথে কথা বলে আসলাম। বিড়ি আর খাবেনা বলছে। যদিও এটি সত্যি নয়।
ধূমপান করা ফুসফুসের ছবি ফেসবুকে প্রায়ই ঘুরে। এটি কতটা বাস্তব যা না দেখলে বিশ্বাস করা কঠিন। এই রোগীর নাক মুখ দিয়ে প্রায় লিটার খানেক ফুসফুসীয় তামাকের পানি (secretions) বের হলো ধাপে ধাপে। আমাদের ছোটবেলায় দাদুরা হুক্কা খেলে বোতলের পানির রং যেমন হতো একদম হুবহু সেরকম।
-----------------------------------------------
ডা. আশীষ দেবনাথ । বিশেষজ্ঞ অবেদনবিদ, নোয়াখালি।
আপনার মতামত দিন: