Ameen Qudir

Published:
2016-11-10 16:50:57 BdST

বহরে শিগগিরই যুক্ত হবে আরও ৫০টি এ্যাম্বুলেন্স আদ্-দ্বীন হাসপাতালের অনন্য উদ্যোগ


   

 

 

বিজ্ঞপ্তিতে পাওয়া প্রতিবেদন

কম খরচে এ্যাম্বুলেন্স সেবায় অনন্য নজির স্থাপন করেছে আদ-দ্বীন হাসপাতাল। ঢাকা শহরের বহু হাসপাতালে যেখানে টেলিফোন সংযোগ পাওয়াই কঠিন সেখানে আদ্-দ্বীনের হটলাইনে (১০৬১০) যোগাযোগ করলেই রোগীর দোরগোড়ায় পৌঁছে যায় এ্যাম্বুলেন্স। ঢাকা মহানগরীর মধ্যে মাত্র ৩৩০ টাকায় এ্যাম্বুলেন্স সেবা দিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য প্রথম পছন্দের জায়গায় পরিণত হয়েছে আদ্-দ্বীন হাসপাতাল।

বর্তমানে রাজধানীর ১৭টি স্পটে ৫০টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিকভাবে রোগীদের সেবায় প্রস্তুত থাকে। এ বহরে শিগগিরই যুক্ত হবে আরও ৫০টি এ্যাম্বুলেন্স। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজধানীর প্রতিটি (৫২টি) থানার সামনেই এ্যাম্বুলেন্স থাকবে। ফোন করার ১০ মিনিটের মধ্যেই তা পৌঁছে যাবে রোগীদের দরজায়। রাজধানীর মধ্যে যেকোনো দূরত্বে যায় আদ-দ্বীনের অ্যাম্বুলেন্স। আদ-দ্বীনের এ্যাম্বুলেন্স আকারে তুলনামূলকভাবে ছোট হওয়ায় রাজধানীর সরু গলিতেও- সচ্ছন্দ্যে ঢুকতে পারে।

মুগদা পাড়ার জাহেদুল ইসলাম জানান, গত ফেব্রুয়ারি মাসে তার গর্ভবতী স্ত্রীর শরীর যখন খারাপ কওে তখন খুব সকাল। হাতের কাছে আদ্-দ্বীন হাসপাতালের এ্যাম্বুলেন্স-এর জরুরী নম্বরে কল করার ১০ মিনিটের মাথায় বাসার সামনে হাজির হয়ে যায় এ্যাম্বুলেন্স। মুহুর্তেই পৌছে দেয় আদ্-দ্বীন হাসপাতালে।
শুধু তিনিই নন সেবা নেয়া অনেকেই জানালের তাদের অভিজ্ঞতার কথা।

তবে অনেকে অভিযোগ করে বলেন, ৩৩০ টাকা নেয়ার কথা থাকলেও নেয়া হয় ৫২০ টাকা। এই ভুল ভাঙ্গিয়ে দিয়ে হাসপাতালের ব্যবস্থাপক শাহজালাল ফারাজি বলেন, আমাদের এ্যাম্বুলেন্স নিয়ে অন্য হাসপাতালে গেলেই কেবলমাত্র ৫২০ টাকা নেয়া হয়। তিনি বলেন, আগে অবশ্য একই টাকা নেয়া হতো। তবে কিছু কিছু হাসপাতাল এ ব্যাপারে অনিয়ম করার কারণে চার্জ বেঁধে দেয়া হয়েছে।

আদ-দ্বীন হাসপাতালের এ্যাম্বুলেন্স ইনচার্জ ইমাম হাসান বলেন, আন্তরিক সেবা, কম খরচ, চাওয়া মাত্র এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করায় এ সেবাখাতে অনন্য স্থান দখল করেছে আদ-দ্বীন হাসপাতাল। তিনি বলেন, আমাদের এ্যাম্বুলেন্স চালকদের কেউ কখনও বাড়তি অর্থ দাবি করলে তার বিরুদ্ধে হটলাইনে অভিযোগ করার সুযোগ রয়েছে। অভিযোগের - পক্ষে প্রমাণ পেলে আমরা সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। এমনকি দোষী চালককে চাকরিচ্যূতও করা হয়।

তিনি বলেন, এ্যাম্বুলেন্স সেবা দিতে গিয়ে আমাদের নানা সমস্যার সম্মুখীনও হতে হয়। যেমন বিভিন্ন সরকারি হাসপাতালের দালালরা হাসপাতালের সামনে আমাদের এ্যাম্বুলেন্স রাখতে দেয় না। তারা নানা ধরনের ঝামেলা করে। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। মূলত এ কারণেই সম্প্রতি আমরা থানার সামনে এ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা গ্রহণ করেছি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়