Ameen Qudir

Published:
2018-07-03 14:08:51 BdST

লাইসেন্সধারী হাসপাতালের তালিকা অনলাইনে দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর



ডেস্ক রিপোর্ট _________________


ভূয়া ও লাইসেন্সবিহীন দুনম্বরী ক্লিনিক হাসপাতাল শনাক্ত ও বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্যে
দেশের লাইসেন্সধারী প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোর তালিকা শিগগিরই অনলাইনে প্রদর্শনের ব্যবস্থা করছে তারা । স্বাস্থ্য প্রশাসন অভিযোগ পেলে এই তালিকা ধরে ভুয়া ক্লিনিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারবে। তালিকাটি সংশ্লিষ্ট থানা ও জেলা প্রশাসকের কাছেও পাঠানো হবে।
এই তালিকা দেখে সাধারণ মানুষ কোনটি বিধি সম্মত ও কোনটি দুনম্বরি সেটা জানতে পারবেন। প্রয়োজনে প্রশাসনে অভিযোগ জানাতে পারবেন।
লাইসেন্সের বাইরে থাকা অবৈধ ক্লিনিক ও হাসপাতাল প্রশাসন বন্ধ করে দিতে পারবে ।
৮/১০ দিনের মধ্যে তালিকাটি দেয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
অনলাইন সেবাটি চালুর পর সাধারণ মানুষ মোবাইলের মাধ্যমে জানতে পারবেন কোন হাসপাতাল বৈধ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়