Ameen Qudir

Published:
2016-12-07 04:25:15 BdST

রোগিনী ৩৫, থার্ড সিজারিয়ান : বলুন তো লাইগেশন করাতে কেন রাজি নয়


ডা. আশীষ দেবনাথ
_____________________

রোগিনীর সিজারিয়ান অপারেশন। এনেস্থেসিয়া দেবার আগে চেক আপ, রোগের ইতিহাস জানতে হয়। এটি তার ৩য় সিজারিয়ান অপারেশন। রোগিনীর বয়সও ৩৫ প্রায়। আমি জানতে চাই লাইগেশন করবে কিনা। এমন প্রশ্নে মহিলা আমার দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে রইলো।
~কি ব্যাপার, কিছু বলবেন?
~প্রথম সন্তানটা মেয়ে।
~ভালো কথা। তারপর?
~২য়টা ছেলে ছিল, জন্মের পর নিউমোনিয়ায় মারা গেছে।
~ওহ্! এটা?
~মেয়ে!
~আপনার স্বামী কোথায়?
~বাইরে। উনিও লাইগেশন চান না!!

স্বামীর মতামতই এই সমাজে প্রতিষ্ঠিত সত্য। লাইগেশন বিষয়ে তর্কটা এখানেই এসে থামবে হয়তো। তবে অনেক সামর্থ্যবান নারিবাদীকেও এমন পরিস্থিতিতে গুমরে কাঁদতে দেখেছি। এবিষয়ে সমাজের সার্বিক কষ্টবোধটাও এমন। তাই শুধু নারীর উন্নয়ন হলেই হবেনা, এমন মূল্যবোধে সমাজের সার্বিক বিকাশই শেষ কথা।


____________________

 

লেখক ডা. আশীষ দেবনাথ। সুলেখক।
নোয়াখালী নগরীর লোকসেবী বিশিষ্ট চিকিৎসক।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়