Ameen Qudir

Published:
2016-12-06 22:30:18 BdST

শাকিল নেই : সত্যি জীবন কত ক্ষণস্থায়ী


  

ডা. আহসানুল হক
_______________

মাহবুবুল হক শাকিল আর নেই। অকল্পনীয় এই সত্য। সত্যি জীবন কত ক্ষনস্থায়ী।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় এক রেস্তোরায় খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। আর ফেরানো যায় নি। তিনি চলে যান না ফেরার দেশে।

এই তো কিছু দিন আগে ময়মনসিংহ জেলা স্কুলের প্রাক্তনদের এক গেট টুগেদারে শাকিল ভাইয়ের সঙ্গে দেখা হল।
স্কুলের বড় ভাই হিসেবে তার কি অমায়িক ব্যবহার । ঠিকই সেই স্কুলজীবনের মত তিনি আমাদের ব্যাচের বেশীরভাগকেই নাম ধরে ধরে চিনতেন। জানতেও চেয়েছিলেন কয়েকজনের কথা । নাম ধরেই। অবাক হয়ে দেখতাম, কে কোথায় সে খবর আমার চেয়ে শাকিল ভাইয়ের কাছে বেশী ছিল।
সেই শাকিল আর নেই। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ার পরও তিনি প্রাক্তন জেলাস্কুলিয়ানদের কাছে দূরের কোনজীব হয়ে যান নি। আমাদের কাছে যেন স্কুল জীবনের বড় ভাই, ছোট ভাই শ্রদ্ধা ভালবাসার সম্পর্কই ছিল আসল।
আমি কখনও ছাত্রলীগ করি নি। কিন্তু তাতেও শাকিলের সঙ্গে কোন দূরত্ব তৈরী হয় নি।

সত্যি শাকিল ভাই, এভাবে চলে যাওয়া কি ঠিক হল।

_________________

লেখক ডা. আহসানুল হক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়