Ameen Qudir

Published:
2018-04-07 18:00:09 BdST

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে সাধারণ অপারেশন করাতে গিয়ে প্রখ্যাত ডাক্তারের মৃত্যু



 অধ্যাপক ডা. মজিবর রহমান ভূইয়া । ফাইল ছবি। এপোলো হাসপাতালের সৌজন্যে


অধ্যাপক ডা. মুজিবুল হক
_______________________________

সম্প্রতি এক দৈনিকে অধ্যাপক ডা. মজিবুর রহমান ভুঁইয়ার মৃত্যু নিয়ে একটি ফিচার করা হয়েছে দেখলাম।

এপোলো হাসপতালের প্রখ্যাত অধ্যাপক ডা. মজিবর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে একটা সাধারণ অপারেশন করাতে গিয়েছিলেন। কিন্তু গভীর দু:খের ও শোকের বিষয় হল, অপারেশন সফল হয় নি। তিনি মারা গেছেন কয়েক দিন হলো। অপারেশন কালে তার বড় একটা গুরুত্ব পূর্ণ শিরা(inferior vena cava)ভুল করে কেটে যায়। রক্তপাত বন্ধও করতেও পারে নি। অবাক লাগে।
আামার নিকটজনইস্টার্ন পয়েন্টের অতি সজ্জন, কাদের সাহেব থাইল্যান্ডে বড় হাসপাতালে সাধারণএনজিওগ্রাম করাতে গিয়ে মারা যান। তার পুর্বে 'র কম্মিপ্লিকেশনস ছিলো না।

প্রিয় লেখক হুমায়ন আহমদ, জনপ্রিয় সুদক্ষ মেয়র এর আনিসুল হক মৃত্যুও অবাক করে। কি মন্তব্য করব বুঝতে পারি না। ভাগ্যেই ছিলো হয়ত।এ সব নিয়ে কাউকে কিছু বলতে শুনিনি। দেশেও ডাক্তার দের বিরুদ্ধে নিষ্ঠুর সমালোচনা করা উচিত নয়।কোনও ডাক্তার তার রুগীর মৃত্যু কামনা করতে পারে না। এ দেশের অপর্যাপ্ত সুবিধার মাঝেও সকল ডাক্তারই আপ্রান চেষ্টা
করেন।
______________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়