Ameen Qudir

Published:
2017-12-07 16:32:59 BdST

পঙ্গু হাসপাতালে এ কোন ভয়ঙ্কর দৃশ্য


 

 


ডা. মোহাম্মদ হোসেন
_______________________

পঙ্গু হাসাপাতালে মন্ত্রীর এক রোগীকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে টেলিভিশনের ক্যামেরাম্যানদের পায়ের নীচে দলিত হল রোগীর বেড । সে এক তোলপাড় করা ঘটনা।
এক ডাক্তারের তোলা ছবিতে ধরা পড়েছে সেসব দলন কান্ড।

 

৫ই ডিসেম্বর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রীকে দেখতে যান একজন মন্ত্রী। সেসময় তার সঙ্গে কয়েকজন ক্যামেরা ম্যান সেই কক্ষে ঢোকেন। ছবি নিতে গিয়ে কেউ কেউ জুতা-স্যাণ্ডেল পরা অবস্থায় পাশের বেডে উঠে পড়েন। ক্যামেরা পারসনদের এই দৃষ্টিকটু প্রতিযোগিতার ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন একজন সচেতন চিকিৎসক ডা. এম সি পাল।


ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘নিটো (পঙ্গু হাসপাতাল)-এ এক ছাত্রীনেত্রী ভর্তি। তার অপারেশন হয়েছে। মন্ত্রী ওবায়দুল কাদের এসেছিলেন দেখতে। আমরা ওই সময় রাউন্ড দিচ্ছিলাম। রাউন্ডের ফাঁকে সাংবাদিকদের তামাশা দেখলাম। শ’খানেক সাংবাদিক পারলে রোগীদের ঘারের ওপর উঠে ছবি তুলে। এই ছবিই তার নমুনা। পোস্ট অপারেটিভ অর্থোপেডিক কেস!!! এই দেশে এই সাংঘাতিকদের কাছ থেকে আর কি আশা করেন...।’

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়