Ameen Qudir
Published:2017-03-28 19:03:27 BdST
বোমা মেরে ক্লিনিক ও বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি: বাড়ি ছাড়লেন চিকিৎসক দম্পতি
সংবাদদাতা
_________________________
কেরানীগঞ্জে সন্ত্রাসী-চাঁদাবাজদের হুমকিতে বাড়ি ছাড়তে বাধ্য হলেন সেই চিকিৎসক দম্পতি। গত রোববার বিকেলে তাঁরা নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ডা. আবু নোমান ও তাঁর স্ত্রী ডা. সাহানা আক্তারের কাছে দফায় দফায় চাঁদা দাবিসহ তাঁদের প্রাণনাশের হুমকি দেয় চাঁদাবাজ-সন্ত্রাসীরা।
সাহানা আক্তার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে মিডিয়াকে বলেন, ‘গত বুধবার রাত ১০টায় আমাদের মালিকানাধীন সাহানা ক্লিনিক থেকে বাসায় ফিরছিলাম। পথে দুজন যুবক এসে আমাদের রিকশার গতি রোধ করে একটি চিরকুট ধরিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে দুটি ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এরপর বৃহস্পতিবার সাহানা ক্লিনিকের একটি মোবাইল ফোনে এসএমএস দিয়ে ও চিঠির মাধ্যমে আমাদের কাছে চাঁদা চেয়ে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
বিষয়টি থানার পুলিশকে জানানোর কারণে এখন দুই কোটি টাকা চাঁদা দাবি করছে।
এমনকি সন্ত্রাসীরা আমার ক্লিনিক ও বাড়ি পেট্রলবোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। ’
সাহানা আরো বলেন, ‘আজ চার দিন ধরে সন্ত্রাসীরা আমাদের আতঙ্কে রেখেছে। নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আসছেন। কিন্তু তাঁরা কিছু করতে পারছেন না। সন্ত্রাসীরা বারবার ফোন করছে অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রযুক্তির ব্যবহার করে তাদের ধরতে পারছেন না। তাই বাধ্য হয়েই বাচ্চাদের নিয়ে বাড়ি ছেড়েছি। ’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি বলেন, ‘তাঁদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয়টি আমি জানি না। এ ছাড়া তদন্তের স্বার্থে আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। ’
__________________________
সৌজন্যে : কালের কণ্ঠ
আপনার মতামত দিন: