Ameen Qudir

Published:
2017-03-23 22:03:19 BdST

ননএমবিবিএসের অপচিকিৎসায় শিশুর মৃত্যু : মিডিয়া বলছে ডাক্তারের ভুল


ডা. সুমন ইসলাম
________________________

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক নন এমবিবিএস কথিত ভূয়া চিকিৎসকের অপ চিকিৎসায় মো. ইমন হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল চৌধুরী পাড়ার একটি ফার্মেসী অ্যান্ড মেডি ডায়াগনোস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। সেখানে কোন প্রকৃত চিকিৎসক বসেন না।

অপচিকিৎসার পর থেকেই কথিত চিকিৎসক বাবু পলাতক রয়েছেন।


শিশুর পিতা আব্দুল হান্নান মিডিয়াকে জানান, গত এক সপ্তাহ যাবৎ তার শিশুপূত্র ইমন সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ১৬ মার্চ শিশুটিকে চিকিৎসার জন্য বাবু কে দেখানো হয়। তার ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ খাওয়ানোর পরেও শিশুটির অবস্থার উন্নতি হয়নি। বাবুকে তারা ডাক্তার বলেই জানতেন । এলাকায় সে ভাল চেম্বার জমিয়ে বসেছিল।
এই ভূয়া ডাক্তারকে কেউ কখনও চ্যালেঞ্জ করে নি। বরং এলাকার সামাজিক রাজনৈতিক কাজে তার দান খয়রাত ছিল।

পরে মঙ্গলবার ইমনকে আবারো ওই লোকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নেবুলাইজার দেয়ার পাশাপাশি একটি ইনজেকশন পুশ দেয়। আর ইনজেকশন দেয়ার পর পরই ইমন একটি কাশি দিয়ে চোখ বন্ধ করে ফেলে। সে চোখ আর খোলেনি।
জানা যায়, নন এমবিবিএস ওই কথিত ডাক্তার বিপদ বুঝতে পেরে ঠিকই শেষ মুহূর্তে এমবিবিএসদের ওপর মৃত্যুর দায় চাপাতে শিশুটিকে মৃত বুঝতে পেরেও দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে শিশুটিকে হাসপাতালে নেয়া হলে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমর্রত ডা. শাওন বলেন, হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে।


এই হচ্ছে কাহিনি । মর্মান্তিক দু:খজনক কাহিনি। কিন্তু মিডিয়া কি করল। তারা ঠিকই দায় চাপিয়ে দিল ডাক্তারদের ওপর। বেশীর ভাগ জাতীয় মিডিয়ায় শিরোনাম দেয়া হয়েছে ডাক্তার / চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু।
অথচ প্রকৃত সত্য হল, ওই কথিত চিকিৎসক ডাক্তারই নন। শিশু যথাসময়ে এমবিবিএস ডাক্তার দেখালে এই মৃত্যুর ঘটনা ঘটত না।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়