Ameen Qudir

Published:
2017-03-23 01:50:55 BdST

মাদকাসক্তি নিরাময়ে বীকন পয়েন্টের সাফল্যের কথা বললেন বিশেষজ্ঞ চিকিৎসকরা


 

 

বেলাল হোসেন

 

_________________________


আসক্তি চিকিৎসায় Relapse /পূনরাসক্তি খুব কমন ঘটনা।তাই কাউন্সিলরদের সংগঠন ATCB(Association of Therapeutic Counselor's,Bangladesh) এর উদ্যোগে এবং বীকন পয়েন্ট মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ গনসচেতনতামূলক আলোচনা সভা বীকন পয়েন্ট,গুলশানে অনুষ্ঠিত হয়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও ATCB র সভাপতি অধ্যাপক ডাঃ ঝুনু শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়।


নির্ধারিত বিষয়ের উপর প্রেজেন্টেশন রাখেন মনোবিজ্ঞানী ও কাউন্সেলর পারভীন বেগম।

 বক্তব্য রাখেন অধ্যাপক এম.এ.সালাম, সহযোগী অধ্যাপক ডাঃ মহসীন আলী শাহ,  ডাঃ সুলতানা আলগিন,সহযোগী অধ্যাপক ডাঃ নাহিদ মেহজাবিন মোর্শেদ, চিকিৎসা মনোবিজ্ঞানী সেলিনা ফাতেমা বিনতে শহিদ,ডাঃ সিফাত ই সাঈদ, সাইকোসোশ্যাল ওয়ার্কার কবীর মোহাম্মদ ফরিদুজ্জামান, মনোবিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফুন্নাহার বেগম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা পারভীন প্রমূখ।
বীকন পয়েন্ট এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ভিপি,অপারেশন মোহাম্মদ হানিফ, ডাঃনূরুল হক,ডাঃ শাখাওয়াত হোসেন প্রমূখ।

 


আলোচনায় বক্তারা Relapse Prevention এ পরিবারের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত অতিথি বৃন্দ বীকন পয়েন্ট এর চিকিৎসা পদ্ধতি, সেবার মান ও সাফল্যগাঁথার ভূয়সী প্রশংসা করেন।

_________________________
লেখক বেলাল হোসেন।
Psychologist at Beacon Point
Studied at University of Rajshahi

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়