Ameen Qudir
Published:2017-03-15 21:24:38 BdST
যথাযথ রেফার করার অপরাধে 'কেন তুই চিকিৎসা করলি না 'বলে ডা. মুনীরকে প্রহার শুরু
ডা. জয়নাল আবেদীন
__________________________
গত ১৪ মার্চ মুন্সীগঞ্জের একজন সিনিয়র কনসাল্ট্যান্টের উপর হামলা হয়েছে।
উল্লেখ্য, ডাঃ মুনীর সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজের ইউনিটের সভাপতি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পদে থেকে অত্যন্ত অান্তরিকতার সাথে দেশ ও মানবতার সেবা করে যাচ্ছেন এবং তিনি অত্যন্ত দায়িত্ববান একজন চিকিৎসক।
তাঁর উপর এহেন অাচরন অত্যন্ত ঘৃন্য ও দায়িত্ববোধহীন। অামরা সন্ধানীর পক্ষ থেকে এরুপ অাচরনের তীব্র প্রতিবাদ ও ঘৃনা করছি এবং এর জন্য দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। এ ব্যাপারে স্বাস্হ্য অধিদপ্তর, স্বাস্হ্য মন্ত্রনালয়, বিএমএ, স্বাচিপের দৃঢ় পদক্ষেপ কামনা করছি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নাক কান
গলা বিভাগের এই সিনিয়র কনসালটেন্ট শেখ মো.
মুনির উদ্দীনকে মারধর করেছেন এক রোগীর
ছেলে ও তাঁর সঙ্গীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে
হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে জেনারেল হাসপাতালের
চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল
অ্যাসোসিয়েশন (বিএমএ) মুন্সীগঞ্জ শাখা
বুধবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা
করেছে। সেই সঙ্গে জরুরি চিকিৎসা বাদে সকাল
৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি
কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা।
জানা গেছে, রাকিব (২২) নামের এক তরুণ সকাল ১০টার দিকে নাঁক দিয়ে রক্ত পড়ার কারনে তাঁর মাকে নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সিনিয়র কনসালটেন্ট নাক কান গলার চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের চেম্বারে যান। চিকিৎসক রোগীর অবস্থা দেখে মনে করেন উচ্চরক্তচাপজনিত কারনে রোগীর নাক দিয়ে রক্ত পড়ছে যা জরুরী হার্টের ডাক্তারের কাজ।
তাই তিনি ঝুকি না নিয়ে হার্টের ডাক্তার দেখাতে পরামর্শ দেন।
ঘণ্টা খানেক পর কয়েকজন সঙ্গী নিয়ে হাসপাতালে এসে চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের ওপর হামলা চালান এই বলে যে, "কেন তুই চিকিৎসা করলি না"।
একবার চিন্তা করুন, এই হার্টের রোগীর চিকিৎসা যদি একজন ইএনটি কনসালট্যান্ট করত এবং রোগীর অবস্হা খারাপ হতো তখন কি হতো? ডাক্তার কোনদিকে যাবে? অামরা ধিক্কার জানাই ডাক্তার সমাজের উপর উপর্যুপরি একটার পর একটা ঘৃন্য অাচরনের।
এখনই দৃঢ় পদক্ষেপ না নিলে পরিস্হিতি নাগালের বাইরে চলে যাবে। অন্যরা রাস্তায় ভাঙ্গচুর করার হুমকি দিয়ে বলে
" অামরা বসে থাকবো না" অার অামরা নিশ্চয়ই বলতে পারি অামরা কিছুই করবো না "বসে থাকবো"। অাত্মরক্ষার্থে বসে থাকার অধিকারও রাষ্ট্র অামাকে দিবে না?
___________________________
ডা. জয়নাল আবেদীন
Assistant Professor at Bangabandhu Sheikh Mujib Medical University-BSMMU
আপনার মতামত দিন: