Ameen Qudir

Published:
2017-03-11 15:43:18 BdST

একটি অমূলক লেখা


 

 

ডা. রাজীব দে সরকার
_________________________


আইনের উর্ধ্বে কেউ না। নেতা, পুলিশ, সচিব, চিকিৎসক যেমন না। তেমনি কবি কিংবা প্রেমিকও কিন্তু না।

আচ্ছা আইন দিয়ে সব কিছু করা যায়? সব খারাপকে ভালো করা যায়? সব অনিয়মকে নিয়মের সীমানায় এনে আটকে রাখা যায়?

আইন করে কী কবিদের বাধ্য করা যাবে মন দাগ কাটা কোন কবিতা লেখাতে? সাহিত্যিকদের আইন করে এক একটা নোবেলজয়ী সাহিত্য সৃষ্টিতে চাপ সৃষ্টি করা যাবে কী?

কিংবা মহামান্য আদালত কী স্বপ্রণোদিত হয়ে একটা রুল জারি করতে পারে; যে রুলের জোরে প্রেমিক-প্রেমিকারা বাধ্য হবে একে অন্যকে হৃদয়ের অন্তঃস্থল থেলে স্বার্থহীন ভাবে ভালোবাসতে আজীবন?

আইন করে ভালোবাসা আদায় করা যায় কী?

অথচ আমরা আইন করছি যাতে চিকিৎসকরা আন্তরিকভাবে চিকিৎসা করেন, চিকিৎসকেরা যেন অবহেলা না করেন।

কিছুদিন আগে ভারতের উচ্চ আদালতের একজন বিচারক বলেছিলেন, চিকিৎসক অবহেলা করেছেন কী না তা শুধু ঈশ্বর বলতে পারেন। বিচারক মহোদয় কী আবেগের বশবর্তী হয়ে একথা বললেন নাকি সত্যকে খুব কাছ থেকে স্পর্শ করার প্রয়াস নিলেন।

আইন হচ্ছে। আইন হয়তো হয়েই যাবে। কিংবা চিকিৎসক মহলের চাপে হবে না। কিংবা মাঝামাঝি কিছু হয়তো হবে।

কিন্তু দেশে আইন করে ভালোবাসতে বাধ্য করার স্ক্রীপ্ট চাচ্ছেন এক শ্রেণীর বিজ্ঞজন। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তারা দেখতে পাচ্ছেন কিছুদূর গিয়েই সমুদ্র আর আকাশ মিলে গেছে। আকাশ আর সমুদ্র তাদের কথা শুনে মিলে যাবে কী? আইন করে কী সব করা যাবে, সব?

 

 

_____________________________

ডাঃ রাজীব দে সরকার

কো-অর্ডিনেশন অ্যান্ড মিডিয়া মনিটরিং সেল,
স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়