Ameen Qudir
Published:2017-03-23 19:09:38 BdST
নন-এমবিবিএস দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসক সমাজে তোলপাড়
এখানে মডেল ছবি ব্যবহার করা হয়েছে।
ডা. সুরজিত দাশ
_____________________________
অবিশ্বাস্য হলেও সত্য দেশের একটি প্রধান শহরে বাংলাদেশের সর্বোচ্চ সার্কুলেশনের পত্রিকার উদ্যোগে অদ্ভূত ফ্রি মেডিকেল ক্যাম্প বা বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
কে দিয়েছেন চিকিৎসা সেবা জানেন । তিনি আদৌ এমবিবিএস ডাক্তারই নন। তিনি ডাক্তারের সহকারী ।
দেশের স্বাস্থ্য নৈরাজ্যের এই হল চিত্র। তিনি রীতিমত ব্যবস্থাপত্র লিখেছেন। রোগী দেখেছেন।
দেশের মিডিয়া এতদিন ডাক্তারদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার নানা নজীর দেখিয়েছে। এখন নন এমবিবিএসদের ডাক্তার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কর্ম পরিকল্পনা নিয়েছে।
সর্বোচ্চ সার্কুলেশনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। আপনাদের অজ্ঞাতে সারাদেশে আপনাদের নামে কর্মীরা কি কাজ করছে , কী ধান্দা করছে, তার খোঁজ নিন।
জনাব সম্পাদক,
কদিন আগে ইন্টার্ন ডাক্তারদের উপর রিপোর্ট করে আপনারা আলোচিত হয়েছেন। ক্ষুব্ধ ডাক্তারদের অনেকের ক্ষোভ কমেছে।
কিন্তু এখন আপনাদের নাম ব্যবহার করে নন এমবিবিএস ডাক্তার সহকারীদের দিয়ে রীতি মত সারা শহরে ঢাকঢোল পিটিয়ে মাইকিং করে ফ্রি মেডিকেল ক্যাম্প কিসের আলামত।
এটা ডাক্তার সমাজ জানতে চায়।
ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় এই ভূয়া মেডিকেল ক্যাম্পের ছবি সয়লাব। এতে আপনাদের ভাবমূর্তি বাড়ছে না কমছে , ভেবে দেখুন। ভূয়া চিকিৎসক, ভূয়া চিকিৎসা লিখে আপনারাই মিডিয়া কাঁপান, কিন্তু নিজেরাই ভূয়া মেডিকেল ক্যাম্প করছেন , সেটা লিখেন না কেন।
_____________________________
ডা. সুরজিত দাশ । ফরিদপুর।
আপনার মতামত দিন: