DESK
Published:2024-04-03 19:14:12 BdST
সিলেটে বাপসিলের ' রমজান ফুড গিফট্' প্রদান
ডেস্ক
________________
রমজােন খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস, সিলেট শাখা বাপসিল। বুধবার (০৩.০৪.২০২৪) সিলেটের দুটি এতিমখানা- আলী (রা.) এতিমখানা মাদ্রাসা ও ইসলামিক সেন্টার, বাইশটিলা এবং জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া এতিমখানা, তালবাড়ি, কানাইঘাটে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) এর মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ও ট্রেইনি চিকিৎসক ডা. মো. মাহমুদুর রহমান, ডা. মো. মিসবাহুর রহমান, ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. শুভ্র তুষার সিংহ, ডা. মো. ইউসুফ আলীসহ এতিমখানার দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় এতিমদের সাথে চিকিৎসকরা একান্তে সময় কাটান এবং তাদের শারীরিক-মানসিক স্বাস্থ্য ও পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন। যথাক্রমে এতিমখানা দুটির প্রধান (মুহতামিম) মাওলানা তোফায়েল আহমেদ ও মাওলানা শরীফ আহমদের হাতে ৫৫ হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী (চাল, ডাল, সয়াবিন তেল, মুরগীর মাংস) হস্তান্তর করেন। উক্ত 'রামাদান ফুড গিফট্' প্রোগ্রামটি তত্ত্বাবধান করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস্ বিএপি এর অফিসিও মেম্বার, বাপসিলের সাধারণ সম্পাদক ও মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. আরকেএস রয়েল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিএপি ও বাপসিলের যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী।
আপনার মতামত দিন: