Ameen Qudir

Published:
2016-11-20 03:08:43 BdST

সেই সঙ্গ এই সম্মিলন


 

 

                                                                                                               যে স্মৃতি আজ ইতিহাস

 

সেই সঙ্গ এই সম্মিলন

ডা. জিয়া সাঈদ
____________________________


( শেবাচিমের সম্মিলনকে মনে রেখে)
.... .... .... .... ..
বাড়ি ফেরার মতো এই প্রত্যাবর্তন
আলিঙ্গনের পর শোনিতের যে আন্দোলন-আর
রোদ লাগা শিশিরের মতো মুখগুলো-
সবকিছুতেই যেন প্রতিভাত আজ-
সময় স্রোতের টান,জীবনের প্রয়োজন
আমাদের নিয়ে যেতে পারে দূরে-দূর দেশান্তরে
বিচ্ছিন্ন করতে পারে না কিছুতে-
কিছুতেই মূলের বন্ধন ;
ধুলা জমে পেছনের পথে
ঢেকে যায় কত পদচ্ছাপ
তবু সেই অনুরননের ধ্বনিগুলি
প্রিয়তম প্রতিবিম্বগুলি
অস্পষ্ট হয় না কিছুতেই
কোনো দূরত্বে কোনো আবর্তে
কোনো কোলাহল কিংবা কোনো ধূম্রজালে
এই সামুদ্রিক সম্মিলন-
কল্লোলিত করিডর বলে
সেই আরোহন,আহরনের সময়-
তার ছাপ,স্বাক্ষর-সুখের শ্রুতি
দুর্দিনে কাঁধের স্পর্শগুলি
কত যত্নে সংস্থিত ছিলো এতকাল
কতভাবে ছিলো সঞ্চারিত
কত সন্দীপনে
আজ এইদিনে সেইসব
আরো কত আবেদনময় হয়ে ওঠে
আবার গভীর আলিঙ্গনে....

 

শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থী দেশের প্রথিতযশা চিকিৎসকগন।

 

 


২.

পতাকা ওড়ে
নিজদেশে পরবাসী-
জল-জঙ্গলের রাত্রিগুলি মনে পড়ে
অনিশ্চিতের পথে প্রান্তরে
অগনন অনিকেতের ক্লান্ত পদচ্ছাপগুলি চোখে পড়ে
পতাকা ওড়ে
খোলা আকাশের নিচে পাইপের সারি
মনে নেই-পাইপে যাপিত অগনিত সে-জীবন?
অবিরাম কীট-পতঙ্গের সঙ্গে সহবাস?
মনে নেই-দুটি দানার জন্য আদিগন্ত প্রার্থনা-

                                                                                            মুক্তির মন্দিরে সোপান তলে--
এক ফোঁটা জলের জন্য গোঙানিগুলি?
মনে নেই জীর্ন শাড়িগুলি-
শুস্ক স্তন চাটা শীর্ন শিশুদের মুখগুলি?
মনে পড়ে....পতাকা ওড়লেই
জল-জঙ্গলের রাত্রিগুলি মনে পড়ে....
পতাকা ওড়ে
কারা যেন জ্বলে ওঠে বসিলার মাঠে
স্মৃতিসৌধ জুড়ে
লোকান্তরিত নক্ষত্রদের ছায়া পড়ে....

_____________________

কবি ডা. জিয়া সাঈদ । দেশের বরেণ্য লোকসেবী ডাক্তার। খ্যাতনামা কবি ও গদ্যকার।
শেবাচিম-- শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক ছাত্র ।

__________________________________

২০ নভেম্বর
শেবাচিম দিবস বিশেষ আয়োজন
__________________________

২০ নভেম্বর শেবাচিম দিবস। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ - শেবাচিমের জন্মদিন। এবার বর্নাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে।
এই আয়োজনে শামিল হল ডাক্তার প্রতিদিন .কম।
নিয়মিত আপডেটসহ বেশ কিছু স্পেশাল আইটেম যাবে ১৯ নভেম্বর রাত থেকে ২০ নভেম্বর অব্দি। লেখা যাচ্ছে ক্যাম্পাস ও মেডিকেল ক্যাম্প বিভাগে।
এই লেখা বিশেষ আয়োজনের অংশ । 

 

 

 

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়