Ameen Qudir
Published:2016-11-20 02:22:45 BdST
শেবাচিম ক্যাম্পাসের ১১ কনফেশন
নিরীহ বালকের প্রতিকী ছবি। সংগ্রহ।
শেবাচিম দিবস বিশেষ আয়োজন
__________________________
২০ নভেম্বর শেবাচিম দিবস। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ - শেবাচিমের জন্মদিন। এবার বর্নাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে।
এই আয়োজনে শামিল হল ডাক্তার প্রতিদিন .কম।
নিয়মিত আপডেটসহ বেশ কিছু স্পেশাল আইটেম যাবে ১৯ নভেম্বর রাত থেকে ২০ নভেম্বর অব্দি। লেখা যাচ্ছে ক্যাম্পাস ও মেডিকেল ক্যাম্প বিভাগে।
এই লেখা বিশেষ আয়োজনের অংশ ।
শেবাচিমের আলোচিত লেখক
নিরীহ বালক বেশ কিছু কনফেশন বা স্বীকারোক্তি সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের দপ্তরে।
দারুণ এই কনফেশনগুলো। সঙ্গত কারণে এখানে ছদ্ম নাম ও প্রতিকী ছবি ব্যাবহার করা হয়েছে। ।
_______________________________
পয়লা কনফেশন
____________________
#তৃণা_সাবিয়া
তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়েছি।তোমাকে ক্লাসে দেখলেই অামার হার্টবিট বেড়ে যায়। অনেক ভাল লেগে গেছে তোমায়।
তোমার ইনোসেন্ট মুখ,ভ্রু যুগল,গোলাপী ঠোঁট, চশমা ঢাকা চোখ দুটো,কেনো এতো সরল?তোমার মুখের সামনে ছড়ানো চুলের স্টাইল (ইশ!!!!) কেন এত সুন্দর।
আমিও না,এরকম সরল আর ক্লিয়ার কাট টাইপ।
তোমার মত কাওকে খুজছি।
জানিনা আগামী ভেলেন্টাইন্স ডে হয়তো আমাদের দুজনার হবে। কি বল?
তুমি শরৎচন্দ্রের গল্প গুলোর নায়িকাদের মতই সহজ-সরল, জানো? অনেক ভালবাসি তোমায় সুন্দরী।মন তো কেড়েইছো, পাহারা দিতে কি পারবেনা?" ইতি, তোমার ওপর ক্রাশড এক #নিরীহ_বালক
________________________
দ্বিতীয় কনফেশন
#রুহানি
প্রথম দেখাতেই ডিসাইড করে ফেলি,ইউ আর দা রাইট পার্সন ফর মি। আশে পাশে কিছু পোলাপান আছে যারা লাইন মারার ট্রাই করে তোমার সাথে, বাট ওরা জানে যে এগুলা সব পন্ডশ্রম।কেউ কেড়ে নিতে পারবে না। তোমাকেই খুজতেসিলাম। তোমার কথা বার্তা, চাল চলন সবকিছু অন্য রকম, অন্যদের থেকে আলাদা। আর এই মেয়ে চোখ গুলো এতো সুন্দর করে সাজাও কেন? তুমি জানো না আমি তাকিয়ে থাকি। যাই হোক শুনো আমি তোমাকে কখনো ডিস্টার্ব করবো না, আমাকে খুজার ট্রাই করো না। আমি ইস্টাব্লিশ হয়ে নিজেই আসবো এন এসে তোমার সামনে হাটু গেরে বলবো " ক্যান ইউ ম্যারি মি,ডক্টর?" ভালো থাকো, সুস্থ থাকো। জানার দরকার নাই এটা কে লিখছে খালি মনে রাইখো "আই উইল বি অলোয়েজ বিসাইড ইউ"
তৃতীয় কনফেশন
_____________________
Jannatul_Kanta
এইযে শেবাচিমের ঘুমকুমারি!
হ্যাঁ তোমাকেই বলছি।ক্লাসে এত ঘুম কিসের? হলে কি ঘুমাতে পারোনা?নাকি সারাদিন পড়?
এই তুমি এত বেশি সুইট ক্যান?লেকচার ক্লাসে বসে তোমার দিকেই তাকায় থাকি।তুমি স্যারের সামনে বসেও ঝিমাও ক্যান?এদিক ওদিক একটু তো তাকাতে পারো।
তোমার কণ্ঠস্বর এত বেশি আলাদা সবার থেকে উফফ শুনলেই প্রশান্তি এসে যায়।তুমি ডেমো ক্লাসে স্যারের এত কাছে কেন দাড়াও?আর দাড়াবা না।স্যারের চাইতে আমি বেশি ভাল করে বুঝাতে পারি।Heart এর ডেমো দেয়ার সময় তোমার Heart টা আমি টুপ করে চুরি করে নিতে চাই। তুমি তাকালেই যেন আমার ডেক্সটোকার্ডিয়া হয়ে যায়।তুমি কিছু জিজ্ঞেস করবা না ওকে? নইলে আমার পালমোনারি হাইপারটেনশন হয়ে গেলে তোমাকেই দায়ী করবো।শাস্তি হিসেবে তোমাকে আমার থোরাক্স কেইজে আটকে রাখবো চিরদিন।
তোমাকে ভাল লাগে।বেশি ভাল লাগে।হয়তো ভালোবাসি। ধুর! সত্যিই ভালবাসি।
আচ্ছা তুমি কি সিংগেল আছো?তোমাকে বাইরে কয়েকদিন দেখেছি।সাথে কে ছিল? জিজ্ঞেস করার ইচ্ছা হয়।আচ্ছা তাকে বলে একটু সময় কি আমার জন্য বের করা যাবে?তোমার সাথে কথা বলার সুযোগ কখনোই হয়না।একাই থাকোনা কখনো।
আশা করি একদিন লেকচার গ্যালারির বাইরে তোমার পথ রুখে দাঁড়িয়ে তোমার হাতটা চেয়েই নিতে পারবো।
ততদিন নাহয় দূর থেকে দেখে যাব।ভালবাসাটা বাড়তে থাকবে।চেনা জানাটা হয়েই যাবে একদিন।সেদিনের জন্য wait করছি...
:তোমারই ব্যাচমেট।চিনবে না।তবু আমি খুব ভাল করেই চিনি
____________________________
চতুর্থ কনফেশন
#অায়েশা_নূর
ভাল লাগা থেকে শুরু। আসলে তাও হয়তো না... একবার দেখে আবারো দেখার ইচ্ছা, একবার শুনে নিজে একটু কথা বলার স্বপ্ন দেখা-- এগুলো আসলে কী? কোন বিচিত্র অনুভূতি? সব কিছুকে হয়তো সংজ্ঞার ভেতরে ফেলা যায় না। তোমার চশমার ফ্রেমের অাড়ালে ঢাকা ঐ নিষ্পাপ চোখের চাহনি, মাঝে মাঝে মনকে উদাস করিয়ে দেওয়া ঐ দুষ্টু মিষ্টি হাসি, সবই যে অামার হৃদয় ছুয়েঁ যায় তা কি তুমি বুঝোনা মেয়ে!!
তুমি একদিন ক্লাসে না আসলে জেনে রাখবে যে দুটি তৃষ্ণার্ত চোখ থাকে শুধু তোমারই অপেক্ষায়। যখন তুমি তোমার ঐ শুভ্র এপ্রন গায়ে জরিয়ে করিডোর দিয়ে হেঁটে যাও তখন তখন তোমাকে শুধু এক ঝলক দেখবার অাশায় কেউ দারিয়ে থাকে , জানিনা তার অপেক্ষার শেষ কবে হবে। শুধু জানি
(যদি পারি) বৃষ্টির দিনে ছাতি মাথায় আমরা দুইজন একসাথে হাঁটব, কিন্তু কথাটা আর বলা হবে না। আমাদের সম্পর্ক টাকে আমরা কোন সংজ্ঞায় ফেলতে পারব না, কিন্তু কেউ জিজ্ঞেস করলে বিরস মুখে বলব জাস্ট-ফ্রেন্ড। অামার জীবনে তুমি হয়ে থাকবে অামার নূর, অামার অালো। সে অালো শুভ্রতার, ভালবাসার পবিত্রতার। ""ভালবাসা ভালবাসে শুধুই তাকে ভালবেসে ভালবাসায় বেধেঁ যে রাখে।""
ইতি, তোমার অামি
_______________________
কনফেশন --৫
#Takee_Kabir
তুমি জানো তাকী,আমি তোমার নামটা ী-কার দিয়ে লিখি..কোথা থেকে যেনো শুনেছিলাম যারা তোমার নামটা এইভাবে লিখে তাদের প্রতি তোমার আলাদা ভালোলাগা থাকে..কি বলছি এইসব??হুম,তুমি জানো,তুমি যখন তোমার ওই চুলঢাকা ভুল করে আমার দিকে তাকাও তখন আমার কেমন লাগে??বারবার হাত দিয়ে যখন চোখের উপর থেকে চুলগুলি সরাও তখন কি ভয়ানক অদ্ভুত অনুভূতি হয় আমার??একটা ফিক করে হাসি দিয়ে যখন লজ্জায় তুমি মাথা নিচু করে ফেল তখন কি বাচ্চার মত নিস্পাপ লাগে তোমাকে তুমি জানো?আমি জানি,তুমি অনেক কঠিন..এট লিস্ট এইসব ভালবাসাবাসির ব্যাপারে..কোনো ছেলেকে পাত্তা না দেয়া ডাম কেয়ার টাইপ মেয়ে তুমি..কিন্তু কি করব বল,না চাইতেও ফেসে গেসি আমি...তোমার অনেক এডমায়ার ও আছে..আমি তাদের মত তোমাকে ভালবাসি বলব না..এইসব ইমোশনাল কথাবার্তা বলার মত ছেলে আমি না..আমার তোমাকে লাগবে..যে করেই হোক,যেভাবেই হোক..তোমাকে না দেখে যখন একদিন ও ঠিক থাকা আমার পক্ষে পসিবল না তখন আমার নিজের জন্য তোমাকে আমার লাগবে..
তুমি জানো,তোমার প্রতি আমার এই অনুভূতি আমি ছাড়া আর কেউ জানে না..আমার কোনো বন্ধুবান্ধব কেউ না...আমি কাউকে বলিনি,বলব ও না..যখন তুমি আমার হবে তখন আমি সবাইকে দেখিয়ে বলব,দেখো,এই অতিকাঙ্খিত মেয়েটি আমার..
আর এক্টু কম পড়াশোনা কর..তোমার মত মেয়ে সারাদিন হেসে বেড়াবে,সারাদিন এত পড়াশোনা করা তোমাকে মানায় না..
আবারো বলছি, আমার তোমাকে খুব দরকার তাকী,আমি খুব সেল্ফিস,আমার নিজের জন্য তোমাকে আমার দরকার..আমি নিরুপায়,আমার কিছু করার নেই..
আমাকে ভালবাসতে হবে না,শুধু তোমার পাশে সারাজীবন হাটার সুযোগ দিও,আইটেম এর আগে যখন ভয় পাবে তখন দৌড়ে এসে আমাকে তোমায় সাহস দেয়ার সুযোগটুকু দিও,ঘন্টার পর ঘন্টা তোমার ওই চুলঢাকা মুখে তাকিয়ে থাকতে দিও..জীবনে আর কিচ্ছু চাই না আমার..
হ্যা,শুধু তোমাকে চাই,পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও তোমাকে চাই,জোড় করে হলেও তোমাকে চাই..
আবারো বলছি,আমার কিছুই করার নাই..
#One_of_ur_admirers
_____________________________
কনফেশন ৬
#অভি (SB-47)
মনটা ফাঁকা নিয়ে এসেছিলাম, উদ্দেশ্য ছিল ফাঁকাই রাখব। কিনতু পারলাম না। হেরে গেলাম শার্টের ওই ফিতাগুলোর কাছে। লম্বা লম্বা পাঁপড়ি ওয়ালা মেয়েদের মত চোখ দুটো এমন তাড়া করল যে আমার একূল ওকূল কোনটাই রইল না।একরকম বাধ্য হয়েই ধরা দিতে হল তোমার কাছে। কোথায় শিখেছ এভাবে তাকিয়ে থাকতে? জানোনা আমার মনে হয় তোমার ওই দৃষ্টি আমাকে ভেদ করে মনের সব গোপন খবর জেনে যাচ্ছে?
গ্যালারীতে ঢুকে মনের অজান্তেই চোখগুলো খুঁজতে থাকে তোমাকে। ভাবি ইচ্ছা কি হল জমিদার মশাইয়ের উপস্থিত হয়ে স্যারদের ধন্য করার? তুমিকি জানো তোমার সবচেয়ে ভালো দিক কোনটা? সমবয়সি অনেকের থেকে তুমি অনেক বেশী গভীর, অনেক পরিণত, অনেক আবেগ তোমার। তাও মাঝে মাঝে এমন বাচ্চাদের মত কর মনে হয় ধরে নিয়ে কীর্তনখোলায় ভাসায় দেই। এমন করবেন না, কেমন?
ভালোবাসি বুঝলেন,মিস্টার রাগের পোটলা? অনেক ভালোবাসি। আর এরজন্য দায়ী আপনি নিজে। দায়ভার হিসেবে সারাজীবন আমার সাথে থাকতে হবে, পারবেন তো? যতই রাগিয়ে দেই, জালাই, বিরক্ত করি, হতাশ করি ছেড়ে যেতে দিব না। হাত একবার ধরলে আর ছাড়ব না, মনে নেই?
ইতি,
'আমার যা ভালো লাগে না, তা ভালোই লাগেনা' র বউ ।।
______________________________
কনফেশন ৭
#Atta_M_Aljabour
তুমি এত্ত কিউট কেন??
এত্ত কিউট হাসি কেন তোমার??
তুমি কি জানো লেকচার ক্লাসে যখন স্যার তোমাকে পচায় তখন আমার কত খারাপ লাগে! :( ইচ্ছা করে একটা চকোলেট দিয়ে তোমাকে বলি,"স্যার পচালে মিষ্টিমুখ করতে হয় ^_^ ।" তুমি যখন আমাকে hi দাও,সত্যিই আমি অনেএএএএক অনেক খুশি হই। আমার সাথে যখন কথা বল তখন আমি মুগ্ধ হয়ে তোমার কথা শুনি। তোমার ভাঙা ভাঙা বাংলাই আমার বেশি ভালো লাগে,ঠিক করে বাংলা না বলতে পারলেও চলবে। in fact,এতদিনে যখন শিখতে পারোনাই আর শিখার দরকার নাই :3 । বাকিটা আমি তোমাকে শিখাবো। তুমি অনেক গুড বয়,কারো সাথে খুব একটা কথা বলো না। বইলো না,হুম?? শুধু আমার সাথে বইলো ^_^
আর হ্যাঁ,ঐ কালো টি-শার্ট টা আর পড়বা না,,নজর লেগে যাবে -_-
ভাগ্গিস তুমি পোস্ট টা দেখবা না...দেখলেও কিছু পড়তে পারবা না,বুঝবাও না,,,আর বুঝলেও লাভ নাই :
ভালো থাকো চকোলেট....
___________________________
কনফেশন ৮
#fahima_takee
কথা হচ্ছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কতদূর আগাইছে বা কোন দিকে আগাচ্ছে.একটু বুঝায়া বলি,ধর,খাইতে বসলাম,তোমার কথা মনে পড়ে গেল,সাথে সাথে ভাত গলায় আটকায়া যায়,কলেজে দেখলাম তোমারে,খোদার কসম,সাথে সাথে বুকে চিনচিন ব্যাথা শুরু করে;কি এক্টা প্রোফাইল,প্রাইভেসি দেয়া,তারপর ও সারাদিন অইখানেই পড়ে থাকি.. ব্যাপারটা এইখানে থামলে তাও হইত,এর মধ্যে কালকে আবার তোমারে নিয়া এক্টা, যারে বলে "সুইট ড্রিম",সেটাও দেইখা ফালাইলাম..এরপর থেকে শুরু হইসে ঝামেলা ,আজকে আবার তোমারে দেখে মনে হইল,এই মেয়ের সমস্যা কি,কাজল দেয় কেন চোখে!এক্কেবারে মারমারকাটকাট অবস্থা..
আসল কথা বলি,বিং সিরিয়াস,এইধরনের ফিলিংস এর মানে কি জানি না,আম্মারে জিজ্ঞেস করসিলাম,আম্মা বলসে,"আলহামদুলিল্লাহ, আমার ছেলে প্রেমে পড়ছে"..
এখন কথা হচ্ছে,তুমি আমার সাথে এমন কর কেন?একটু তো দেখতে পারো,কি মেসেজ দিচ্ছি!রিপ্লাই দাও না,ভাল কথা,সিন তো করতে পারো..একেকদিনের সবকথা,কি করসি,কই গেসি,সব তোমারে বলি,আর তুমি দেখোই না!!জীবন অসহ্য লাগে!
এক্টু এটেনসন চাই,একটু..
আর শোনো, শাড়ী পড়লে যে কাউকে এতোটা সুন্দর লাগতে পারে আমার ধারনা ছিল না,তুমি কানের নিচে এক্টা কাল টিপ দিয়ে রাইখো..আর নতুন প্রোফাইল পিক টা প্রাইভেসি দিয়ে রাখো,অইটা মেবি পাবলিক,ভয় লাগে আমার তোমাকে নিয়ে,আমাকে ভয়ে রাইখ না..
খুব তাড়াতাড়ি আমি ধরা দিব তোমার কাছে,আর যেমন আছো তেমন ই থাইকো,চেঞ্জ হয়ো না.
তাড়াতাড়ি দেখা হবে..
____________________________
কনফেশন ৯
#Worthy_Rahman
এইযে চশমিশ নিজেকে কখনো আয়নায় চশমা ছাড়া দেখেছ ? একবার দেখইনা তোমাকে , কেমন লাগে দেখতে সেটা তুমিই ভাল বুঝবে, আমি আর নাই বললাম। তোমার চশমার ফ্রেমটা আমার খুবই ভাল লাগে, কারন সেটা দূরথেকে ঝিকমিক করে আর আমি তোমাকে চিনে ফেলি। তোমার চোখ দুটি খুব সুন্দর, শুধু শুধু চশমা দিয়ে চোখ দুটি ঢেকে রাখ কেন? তোমাকে নেকাব পড়লে খুব সুন্দর লাগবে, আর নীল রং এর হলে তো কথাই নেই। একবার, শুধু একবার নীল রং এর নেকাব পরে কলেজে আসবে? অবশ্যই চশমা ছাড়া। আমি তোমাকে ওই রূপে একবার দেখতে চাই। এইযে মেধাবিনী আমাকে তোমার রিডিং পার্টনার করবে? তোমার কথা ভাবতে ভাবতে আমার লেখাপড়া দিন দিন ভেস্তে যাচ্ছে। আমি জানি না কোনো দিন তোমাকে এসব সামনা সামনি বলতে পারব নাকি, কারন আমি অনেক ভিতু। হয়ত আজকের পর থেকে আমি আর তোমার সামনেই দাড়াতে পারব না , এই পোস্টটা লিখছি আর নিজেকে অপরাধি অনুভব করছি, তবুও লিখছি কারন, মনের কথা মনে জমা রাখার কারনে মনটা ফুলে গেছে হয়তবা কিছুদিন পর ফেটেও যেতে পারত, তখন আমাকে দেখতে হাসপাতালের ৫ তলার স্টুডেন্ট কেবিনে আসতে হত। শুধু শুধু তোমাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে কস্ট দিয়ে কি লাভ বলো? তাই এই পেজে পোস্ট করছি। যদি আমার এই কথাগুলো তোমার মনে না ধরে তাহলে এগুলো একটা পাগলের প্রলাপ ভেবে ক্ষমা করে দিও। আর তোমার মনটা আমাকে দাও আর নাইবা দাও একবার কলেজে নীল নেকাব পরে আসোনা প্লিজ। শুধু একবার চশমা ছাড়া নীল নেকাবে........
____________________________
কনফেশন ১০
#Bristi_Dutta
১৩/০১/২০১৬.....প্রথম দেখা আমাদের.....২নং লেকচার গ্যালারি.....
ফেবুতে বন্ধুত্বের সূচনা......
দিনগুলো সাধারণ ভাবে কাটছিল।
কিন্তু বন্ধুত্বের ফ্রেমে বন্দি জীবনটা হঠাৎ ভালবাসার গন্ধ পেতে শুরু করল তোমার মধ্যে।তোমার প্রতি একটা মোহ জন্ম নিতে শুরু করল।প্রত্যেকটা মূহুর্তে তোমাকে অনুভব করতে শুরু করলাম।মোবাইল নম্বরটা এমন ভাবেই মুখস্ত হয়েছে যে মাকে কল দিতে গেলেও তোমার কাছে কল চলে যায়।
শুরু করলাম স্বপ্নের জাল বোনা.....
তোমার দেয়া কিছু সাদা কালো স্মৃতি রঙ ধনুর রঙে রাঙিয়ে তুলতে শুরু করেছি মনের ভেতর।তোমার দিকে তাকিয়ে থাকাটা নেশার মত হয়ে গেছে।সবাই যখন স্যারের লেকচার শুনতে ব্যস্ত তখন আমি তোমাতে মগ্ন।এত দেখি তোমাকে তাও মন ভরে না।ক্লাস শেষে চটপটি মামার দোকানের সামনে দাঁড়িয়ে থাকি তোমাকে দিনে শেষ বারের মত দেখার জন্য।ফিরেও তাকাও না।
অপেক্ষায় আছি একদিন তুমি পিছন ফিরে একবার আমার চোখে চোখ মেলাবে..........
_______________________
কনফেশন ১১
Safat_Oishi
প্রথমেই বলে নেই - দুঃখিত গো সুন্দরি...তোমাকে সামনাসামনি কিছু বলার মত সাহস এখনো অর্জন করিনি।তাই এইখানে নিজের অনুভুতি গুলোর অস্ফূট আস্ফালন করা ছাড়া আর কোনো উপায় নাই।৭ মাসের জমানো অনুভুতি কিছু মুহূর্তের লেখায় ফুটিয়ে তোলা অসম্ভব।এই অনুভুতি গুলোকে ইন্ট্রিগেশন করলেও মনের খাতায় ফলাফলের কোনো তল খুঁজে পাওয়া সম্ভব না।সৃষ্টিকর্তা তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছে!!!! পৃথিবীর সব গুনই কি তোমার মধ্যে ঢেলে দিয়েছে???? এত চুপচাপ কেন তুমি???সবসময় হাসি লেগে থাকা ওই মুখটার দিকে এক পলকে তাকিয়ে থাকতে পারিনা।কোনো এক বিকালে নদীর পাড়ে দাঁড়িয়ে ২ জন ২ জনের হাত আলতো ভাবে ধরে দাঁড়িয়ে থাকব; প্রবল বাতাস; প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য দিয়ে আমাদের বরণ করে নেবে- এমন স্বপ্নই প্রতিদিন দেখি।মানুষ ৩ সেকেন্ডের বেশি স্বপ্ন দেখতে পারেনা।কিন্তু প্রতি রাতে এই ৩ টি সেকেন্ডই আমার জীবনের সব থেকে বেশি মূল্যবান হয়ে থাকে।জানিনা কোনদিন সত্যি হবে কিনা।।
অপেক্ষায় আছি...... থাকব.... সারাজীবন।
__________________
এই কনফেশনগুলো শেবাচিম ক্যাম্পাসে ব্যাপক আলোচিত বিধায় রম্য আইটেম হিসেবে দেয়া হল।
শেবাচিম চিরকুমারদের ছবি সংগ্রহ।
আপনার মতামত দিন: