Ameen Qudir

Published:
2017-03-04 17:45:27 BdST

বগুড়া মেডিকেলে শাস্তির প্রতিবাদে সারাদেশের ইন্টার্নদের ৭২ ঘন্টার আল্টিমেটাম



আহির ফা হিয়ান বুবকা
___________________________

 


বগুড়া মেডিকেলে শাস্তির প্রতিবাদে সারাদেশের ইন্টার্ন ডাক্তাররা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।
সকল মেডিকেলের ইন্টার্নী চিকিৎসক প্রতিনিধিদের উপস্থিতিতে গৃহীত কর্মসূচী ৩ মার্চ বিকাল ৫ ঘটিকায় ঢাকায় বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদ/আইডিএ প্রতিনিধিগণের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।


শজিমেক হাসপাতালের ইন্টার্নদের বিরুদ্ধে গৃহীত অন্যায় স্থগিতাদেশের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিম্ন লিখিত কর্মসূচীসমূহ গৃহীত হয়-

১. শনিবার সকাল ৮ ঘটিকা হতে বাংলাদেশের সকল মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ লাগাতার কর্মবিরতি শুরু করবে।

২. আগামী ৭২ ঘন্টার মধ্যে অন্যায় ভাবে চার ইন্টার্ন চিকিৎসক এর বিরুদ্ধে গৃহীত স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, অন্যথায় হাসপাতাল সমূহের অন্যান্য চিকিৎসকদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলনের সূচনা করা হবে।

৩. কর্মবিরতি চলাকালীন সময়ে ইন্টার্নী চিকিৎসকবৃন্দ নিজ নিজ ক্যাম্পাসে নির্দিষ্ট স্থানে ব্যানার প্ল্যাকার্ড সহ প্রতিবাদ সমাবেশ করবে।

৪. সকল ইচিপ/আইডিএ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে শজিমেক হাসপাতালের ঘটনার প্রেক্ষিতে আমাদের অবস্থান উল্লেখপূর্বক কমন বিবৃতি প্রকাশ করা হবে এবং বিবৃতির অনুলিপি রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রদান করা হবে।

সারাদেশের সকল ইন্টার্নী চিকিৎসকদের উপরোক্ত কর্মসূচীসমূহ যথাযথভাবে পালন করার জন্য উদাত্ত আহবান জানানো হলো।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়