Ameen Qudir

Published:
2017-03-03 13:01:14 BdST

'এদেশের ডাক্তারদের মুক্তির জন্য চাই আরও জোরদার সংগ্রাম '


 

 

ডা. রাকিবউদ্দিন
__________________________

বাংলাদেশ এখন মুজিব সৈনিকে ভরপুর।প্রতিটা ঘরেই এখন মুজিব সৈনিক,মুক্তিযোদ্ধা,মুজিবাদর্শে উদ্ধেলিত।এখন কথা হইল গিয়া মুজিবাদর্শ মানে কি সবাই বোঝে???আমিও কি বুঝি??চলুন একটু বিশ্লেষন করি ক্ষুদ্র মাথায় যা ধরে আর কি!!!

 

বেশি কিছু বোঝা লাগবোনা এই অগ্নিঝরা মার্চেই ৭১এর উত্তাল সময়ে বঙ্গবন্ধুর ভাষণ বিশ্লেষন করলেই হয়ে যাবে!!!বঙ্গবন্ধুর ভাষণের একটি লাইন "যদি বেতন দেয়া না হয়,আর যদি একটা গুলি চলে তোমাদের উপর আমার অনুরোধ রইল,প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোল"।আরেকটি লাইন"শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমি এসেম্বলিতে বসতে পারিনা,এসেম্বলি কল করেছে আমার দাবি মানতে হবে প্রথম,রক্তের দাগ শুকায় নাই"।


আরেকটি লাইন"আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা আমি এদেশের মানুষের অধিকার চাই"।এখন আসি বিশ্লেষন এ আমাদের শ্রদ্ধেয় কেন্দ্রীয় বিএমএ নেতারা সবাই মুজিবাদর্শে বিশ্বাসী বলে দাবি করেন।তাহলে নির্যাতিত রক্তাক্ত ডাক্তারদের নির্যাতনের বিচার হলনা কেন???বঙ্গবন্ধু তো শহীদদের রক্ত মাড়িয়ে এসেম্বলিতেও যাননি।কেন ডাক্তারদের দাবি বঙ্গবন্ধুর মত বজ্রকন্ঠে আমাদের নেতারা তুলে ধরতে পারছেন না???বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীত্ব চাননি শুধু এদেশের মানুষের অধিকার চেয়েছিলেন তাহলে মুজিবাদর্শে বিশ্বাসী আমাদের কেন্দ্রীয় নেতারা পোস্ট নিয়ে বসে আছেন কিন্তুু ডাক্তারদের অধিকার আদায় করতে পারছেন না কেন???


আজ বগুড়া মেডিকেলের ৪জন ইন্টার্ন অন্যায়ের প্রতিবাদ করায় শাস্তির মুখে।তাহলে আজকে মুজিবাদর্শে বিশ্বাসী সংগ্রামী কেন্দ্রীয় নেতাদের ভূমিকা কি????কেন বঙ্গবন্ধুর মত তাঁরা বলতে পারছেন না "প্রত্যেক ডাক্তারের চেম্বারে চেম্বারে প্রতিরোধ গড়ে তোল।আমাদের দাবি মানতে হবে প্রথম তারপর আমরা বিবেচনা করে দেখব প্রাইভেট চেম্বারে বসব কি বসবনা।আমার নির্যাতিত ডাক্তারের রক্ত মাড়িয়ে আমরা চেম্বার করতে পারিনা।কোন অন্যায় শাস্তি আমরা মেনে নিতে পারিনা"।আজকে ডাক্তারদের এই ক্রান্তিলগ্নে পাল ধরার জন্য একজন শক্ত নাবিক দরকার।যিনি বজ্রকন্ঠে জাতির পিতার মত বলবেন,"সংগ্রামে যখন নেমেছি সংগ্রাম আরো জোরদার করব,এদেশের ডাক্তারদের মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ"।


ডাঃ ফয়সল ইকবাল স্যার বা অধ্যাপক ডাক্তার বাহারুল আলম স্যারের মত আরো কয়েকজন বজ্রকন্ঠ দরকার।এই দুজন আপোষহীণ নেতৃত্বের সামনে আসার দরকার।সারা বাংলাদেশের ডাক্তার সমাজ আপনাদের দিকে তাকিয়ে স্যার।আপনারা দুজনের দৃষ্টিই আকর্ষণ করছি সময় এসেছে জাতীয়ভাবে নেতৃত্ব দেয়ার,জেলা পর্যায়ের সফলতাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার।মুজিবাদর্শের বুলি আর শুনতে চায়না বাস্তব প্রয়োগ চাই।চট্টগ্রাম এবং খুলনা বিএমএ'র পক্ষেই একমাত্র সম্ভব এই সংকট থেকে ডাক্তার সমাজকে বাঁচানো।এই প্রত্যাশায় রইলাম।


________________________________

লেখক ডা. রাকিবউদ্দিন
General physician at Alight Hospital (Pvt) Ltd.and Diabetic Center.Keranihat,Satkania,CTG
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)
Internship at Ibrahim Iqbal Memorial Hospital (Pvt) Limited

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়