SAHA ANTAR

Published:
2021-09-14 00:25:21 BdST

সেপ্টেম্বরের পরপর ৪ দিনে ৪ বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞর শুভ জন্মদিনডেস্ক
_______________

শুভ জন্মদিন অধ্যাপক ডা আবদুস সালাম। শুভ জন্মদিন অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার। শুভ জন্মদিন অধ্যাপক ডা মহসিন আলী শাহ।
শুভ জন্মদিন ডা. মোহাম্মদ  শামসুল আহসান মাকসুদ।
বাংলাদেশের বিশিষ্ট এই ৪ জন মানসিক রোগ বিশেষজ্ঞর জন্মতিথি যোগ ঘটেছে সেপ্টেম্বরের পরপর ৪ দিনে।
অধ্যাপক ডা আবদুস সালামের জন্মদিন ১০ সেপ্টেম্বর।

অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দারের জন্মদিন ১৩ সেপ্টেম্বর।
অধ্যাপক ডা মহসিন আলী শাহর জন্মদিন ১১ সেপ্টেম্বর।
সহযোগী অধ্যাপক ডা.মোহাম্মদ  শামসুল আহসান  মাকসুদ এর জন্মদিন ১২ সেপ্টেম্বর।

ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন ৪ বিশিষ্ট মনোরোগ চিকিৎসককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, এ যেমন শুভ জন্ম তিথি যোগ।তেমনি আনন্দময় ঘটনা। এই সফল চিকিৎসকবৃন্দ সকলে নিজ নিজ ক্ষেত্রে আরও অনন্য সাফল্য যোগ ঘটাবেন, দীর্ঘায়ু লাভ করবেন, গভীর  শুভকামনা রইল ও প্রত্যাশা রইল।

 

 

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়