Dr. Aminul Islam

Published:
2021-07-10 19:51:27 BdST

তরুণদের জন্য যারা ডাক্তারি পড়ছ বা পড়বে


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_________________

তরুণদের জন্য যারা ডাক্তারি পড়ছ বা পড়বে

খাদ্য ছাড়া ৫০ দিনে শরীরে কেমন হয় ভাঙ্গন

১। পানি পান করার মত শক্তি নাই বা পিপাসার অনুভুতি নাই হবে নিদারুন আর এর ফলে হবে শুষ্ক , ফেটে ফেটে যাওয়া ছিলকে পড়া ত্বক আর ঠোঠ
২। ভিটামিন ঘাটতি ।
ত্বকে হবে কাল শিটে আর মাড়িতে ঝরবে রক্ত
৩। আন্তর যন্ত্র চুপসে যাবে।
খাদ্য নালি থেকে মলাশয় পর্যন্ত পাচক নালি চুপসে যাবে , যা ইতিমধ্যে সীমিত পুষ্টি কনা যা আছে একেও শরীরে শুষে নেবার ক্ষমতা হারাবে।
৪। হাড় নরম হবে।
হাড়ের ঘনত্বের হবে নাটকীয় পরিবর্তন এতে হাড় হবে অতি নরম আর বিকৃত গঠন ।
৫। চর্বি ভাণ্ডার নিঃশেষণ
অনাহারের প্রথম দিকে চর্বি ভাণ্ডারের উপর নির্ভর করে টিকে থাকে যাতে মগজে জ্বালানি পৌঁছান যায় ।
৬। পেশির স্ব ভক্ষন ।
চর্বি ভাণ্ডার নিঃশেষ হলে শরীর নিজ পেশীর স্বভক্ষনের দিকে যায় (auto cannibalism) হয় প্রচণ্ড বেদনা আর দুর্বলতা ।
৭। ইম্মুন ব্যবস্থা লন্ড ভণ্ড ।
অনুপ্রবেশকারি জীবাণুর বিরুদ্ধে শ্বেত কনিকা করতে থাকে লড়াই , ক্ষত সারতে হয় দেরি আর সঙ্কমনের বাড়ে ঝুকি।
৮। হৃদ নিষ্ক্রিয়া
পটাশিয়াম , ক্যালসিয়াম, সোডিয়াম ম্যাগনে শিয়াম খনিজের অভাবে হার্ট রক্ত পাম্প করে সারা শরীরে পৌছাতে পারেনা, ।
৯। সাইকো সিস ।
মগজের অধোগতি হতে থাকে বোধ বিচার বুদ্ধি হারাতে থাকে মানুষ সমাজ থেকে নিজকে প্রত্যাহার করে নেয়া এর পর হয় হিস টে রিয়া, বিহবলতা , মতি ভ্রম ।

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়