Dr. Aminul Islam
Published:2021-06-27 14:46:11 BdST
সিএমসির সর্বপ্রিয় মুখ অধ্যাপক ডা. নিজাম উদ্দিন আর নেই
ডেস্ক
__________________
সদা প্রসন্ন,হাস্যোজ্জ্বল, স্পষ্টভাষী, বন্ধু স্বজন বৎসল, পরোপকারী সরলমনা অধ্যাপক ডা. নিজাম উদ্দিন আর নেই। সি এম সি ১৭তম ব্যাচ উজ্জ্বল মুখ ও সর্বপ্রিয় ছিলেন তিনি। ২৬-৬- ২০২১ রাত ১১- ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন।
অধ্যাপক ডা নিজাম উদ্দিনের প্রয়াণে
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।
অধ্যাপক সুলতানা আলগিন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তনী সমাজে এক চরম দুঃসংবাদ নিজাম ভাইয়ের মৃত্যু। অসময়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। বাংলা দেশের একজন সেরা এনেস্থিসিওলজিস্ট তিনি। একজন সেরা মানুষ ও সেরা চিকিৎসকের জায়গাটা শূন্য হয়ে গেল।
আমরা সিএমসি পরিবার স্বজন হারা হলাম। হারালাম একজন প্রকৃত মানুষকে।যিনি সবকিছুর উপরে মানুষ সত্য জানতেন। সেবা, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, বন্ধনকে পরম ধর্ম মানতেন।
তাঁর প্রয়াণে আমরা ব্যথিত। শোকার্ত। তাঁর প্রয়াণের বাংলাদেশ এক সূর্য সন্তানকে হারাল।
আপনার মতামত দিন: