Ameen Qudir

Published:
2017-02-06 16:56:51 BdST

ডাক্তারদের ৭ সমস্যা


 

এ কে শিকদার , এমবিবিএস শিক্ষার্থী
_____________________________


বিভিন্ন কারণে ডাক্তার সমাজ আজ বেশ কয়েকমাস ধরেই সরগরম। এটা অবশ্যই মেরুদণ্ডহীন ডাক্তার সমাজের জন্যে পজিটিভ সাইন।

এবারে মূল কথায় আসি। মূল সমস্যা গুলোর দিকে আগে আলোকপাত করা যাক।

 

সমস্যা ১)

দুই একদিন পরপর মিডিয়া তে হেডলাইন আসছে, " ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডাক্তার লাঞ্ছিত, হাসপাতাল ভাংচুর। " এবং সাধারণ জনমনে বাংলাদেশি ডাক্তার নিয়ে বিরুপ প্রতিক্রিয়া
সমস্যা ২) ডাক্তারদের নিয়ে বিভিন্ন নতুন নতুন আজগুবি আইন এবং ডাক্তারদের অসহায়ত্ব
সমস্যা ৩) অনারারী তথা অনাহারী ডাক্তারি প্রথা এবং চিকিৎসক দের নূন্যতম বেতন স্কেল এর অভাব
সমস্যা ৪)

কোয়াকদের ইচ্ছে মতো ডাক্তার পদবি ব্যবহার

সমস্যা ৫)

কথিত "হেলথ ট্যুরিজম", দেশীয় মিডিয়ায় ভারতীয় ডাক্তারদের বিজ্ঞাপন এবং বাংলাদেশি রোগীদের ভারত প্রেম
সমস্যা ৬) ক্লিনিক মালিক দের এবং ঔষধ কোম্পানির দৌরাত্ম্য
সমস্যা ৭) এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ডাক্তারদের "লোভী " হিসেবে উপস্থাপন।


এই হলো ডাক্তার সমাজের প্রধান সমস্যা গুলোর কয়েকটি।
এবারে সমাধান নিয়ে দুই এককথা বলা যাক।
সমাধানগুলো অবশ্যই "যেমন কুকুর তেমন মুগুর" টাইপ এর হতে হবে। এবং একটি কথা সব সময় মাথায় রাখতে হবে যে, সব রোগের ট্রিটমেন্ট প্লান যেমন এক নয়, তেমনি সব সমস্যা সমাধানের পথ ও এক নয়।


১ নং সমস্যার সমাধানের জন্যে অবশ্যই সাংবাদিক দের সাথে সম্পর্কের উন্নয়ন করতে হবে। অর্থাৎ বিএমএ কে প্রতিটি প্রেস ক্লাবের সাথে এমন সম্পর্ক রাখতে হবে যেনো তারা ডাক্তার নিয়ে কোন সংবাদ দেয়ার আগে একবার হলেও বিএমএ এর সাথে আলাপ করে। এই সমস্যা সমাধানের জন্যে ভালো সাংবাদিক এর সাহায্য অবশ্যই লাগবে আমাদের। কারণ, বর্তমান যুগে গণমাধ্যম এর ক্ষমতা অনস্বীকার্য। এবং একই সাথে চিকিৎসক দের নিরাপত্তার জন্যে আইন পাশের জন্যে সরকার কে চাপ প্রয়োগ করতে হবে।


২ নং সমস্যার সমাধানের জন্যে আমাদের অবশ্যই আইনজীবী দের সাহায্য নিতে হবে। এই ভুল আইনের বিপক্ষে পাল্টা রিট করতে হবে।
৩ নং সমস্যার সমাধানের একটাই রাস্তা। সেটা হলো সব অনারারি ডাক্তারদের এক সাথে অনির্দিষ্টকাল এর কর্মবিরতি।


৪ এবং ৫ নং সমস্যার সমাধানের জন্যে আমাদের আবারো মিডিয়ার সাহায্য নিতে হবে। খুব বেশি না, কোয়াকদের এন্টিবায়োটিক থেরাপি আর ভুল চিকিৎসা নিয়ে মিডিয়া তে বেশ কয়েকদেন হেডলাইন হলেই কোয়াকদের লাগাম টানা যাবে। অপর দিকে, কিছুদিন আগে যেমন আইন করে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে তেমনি আইন করে দেশীয় মিডিয়ায় ভারতীয় ডাক্তারদের বিজ্ঞাপন করতে হবে।
৬ নং সমস্যার সমাধানের জন্যে প্রথমেই আমাদের সম্মানিত প্রফেসর দের এগিয়ে আসতে হবে।
৭ নং সমস্যার সমাধানের জন্যে চলমান আন্দোলন বেগবান করতে হবে এবং হাইকোর্ট এ রিট করতে হবে।


পরিশেষ এ যেসব ডাক্তার এখনো আন্দোলন এর বিপক্ষে তাদের জন্যে একটা উদাহরণ দিচ্ছি। আমার সামনে পুলিশের উর্দি পরা কেউ আসলেই প্রথমেই যা মাথায় আসে সেটা হলো, পুলিশ মানেই তো ঘুষখোর!! অথচ সত্যি কথা এই যে, সব পুলিশ কিন্তু ঘুষ খান না। অনেক সৎ পুলিশ অফিসার এই দেশে আছে। আর আমি এখনো কোন পুলিশি ঝামেলায় পরিনি কিংবা কোন পুলিশ আমার কাছে ঘুষ চান নি।

তবু পুলিশ সম্পর্কে আমার নেতিবাচক ধারনার কারণ হলো, আমি ছোট বেলা থেকেই বাংলা সিনেমায় দেখে এসেছি যে পুলিশ মানেই ঘুষখোর! আর নিউজ পেপারেও প্রায়ই বিভিন্ন নেতিবাচক খবর পড়তাম। বর্তমানে যেভাবে ডাক্তারদের কসাই আর লোভী হিসেবে উপস্থাপন করা হচ্ছে এই অবস্থা চলতে থাকলে এমন একদিন আসবে যেদিন হয়তো এপ্রোন গায়ে জড়ানো কাউকে দেখলেই আব্বুর কোলে থাকা ২ বছরের পিচ্ছি বলে উঠবে, " আব্বু আব্বু!! দেকো লোভী কসাই!! "

এসব আমার একান্তই ব্যক্তিগত মতামত। ভুল হলে ক্ষমা করবেন। অটুট থাকুক ডাক্তার সমাজের একতা ।
_______________________________

লেখক এ কে শিকদার , এমবিবিএস শিক্ষার্থী
Nightingale Medical College
session : 2012-2013

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়