Ameen Qudir

Published:
2017-02-05 17:08:17 BdST

ডাক্তাররা কসাই খেতাবের পর এখন লোভী খেতাবও জাতীয়করণ হলো




ডা.মোহাম্মদ নাসিমুল গনি
_____________________________


চিকিৎসক দের সামাজিক ভাবে হেয় করার হীন মানসিকতার চুড়ান্ত নিদর্শন আজকের বাংলা সৃজনশীল পরীক্ষার প্রশ্নপত্র।

এসএসসি পরীক্ষার মত বৃহৎ কোন পাবলিক পরীক্ষায় যখন লোভী ডাক্তারের উদাহরণ দেওয়া হচ্ছে,শিক্ষার্থীরা সেটাই স্বাভাবিক মনে ধারণা করছে।।লোভী হয়ে যদি ডাক্তাররা টাকাই উপার্জন করছে।চিকিৎসা নামক সেবাটা তাহলে অন্য কোন প্রতিষ্ঠান,যেমন বিদ্যুত বিভাগ বা ওয়াসা বা বাজারের কোন মুরগী বা মাছ বিক্রেতাই দিচ্ছেন-কারণ লোভী ডাক্তারতো লোভ নিয়েই পড়ে আছেন, চিকিৎসা করছেন কোথায়।

 

দেশে ৮৩ টি স্বীকৃত মেডিকেল কলেজ তন্মধ্যে ২৯ টি পাবলিক আর ৫৪ টি প্রাইভেট।

এদের আসন সংখ্যা ১০২৯৯ টি,

৯ টি ডেন্টাল কলেজ আসন সংখ্যা ৫৩২টি।।

 

লোভ তৈরীর এতএতগুলো কারখানা এই দেশে।।

এসব লোভের কারখানা থেকে লোভ ছড়িয়ে পড়ছে সারা দেশে।।

প্রশ্নটা হলো চিকিৎসা তাহলে হচ্ছে কিভাবে,কারা দিচ্ছেন??

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদানের পর শিক্ষকরা যাচ্ছেন কোচিং সেন্টারে, সেটা তাহলে কি ধরণের লোভ সংবরনের মাঝে পড়ে।
আর যে শিক্ষককেরা দ্বায়িত্ব নিয়েছেন কোমলমতি শিক্ষার্থীদের শেখানোর যে ডাক্তাররা লোভী তাহলে শিক্ষকরা, শিক্ষার্থীরা বা তাদের অভিভাবকদের নিয়ে কোথায় চিকিৎসারর জন্য যাবে??

সেটা কি অন্য এজেন্ট ভিত্তিক দেশগুলোর নিরব প্রচার?

বাংলাদেশে এমডিজি গোল এর কিছু প্যারামিটার যথাসময়ের আগে বাস্তবায়ন তাহলে হচ্ছে কিভাবে।

 

যে দেশগুলোর হচ্ছেনা তারা কি করছে? বা তাদের দেশের ডাক্তাররা কি নির্লোভ? এজন্যই কি সেই দেশগুলোর স্বাস্থ্যখাত আমাদের থেকে পিছিয়ে??

 

লোভী ডাক্তারের বদলে হলমার্ক কেলেংকারীর মালিক অথবা শেয়ার বাজারের কেলেংকারীর অথবা ভূমি দস্যু এদের বাস্তব লোভের উদাহরণ কি দেওয়া যেতনা? ডাক্তারের ওপরই ক্ষোভ প্রকাশ করতে হবে কেন?

আমাদের অবশ্যই এ বিষয় নিয়ে ভাবা উচিৎ এবং যারা সুক্ষভাবে এই গর্হিত অপরাধ করেছে তাদের জবাবদিহিতার সম্মুক্ষিণ করা উচিৎ।
আমার মেয়ে বা ছেলে যখন এরকম সৃজনশীল পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে আসবে তখন অন্যদের কথা বলতে পারবনা, তবে আমি একজন ডাক্তার হিসেবে আমার সন্তানের সামনা সামনি (লোভী ডাক্তার হিসেবে) হতে পারবনা।।

কিছুতেই পারবনা।

 

হায় ডাক্তার -কসাই খেতাবতো পেয়েইছে, এখন লোভী খেতাবও জাতীয়করণ হলো একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার মাধ্যমে।আগামীতে হয়ত কোমলমতি শিশুদের টেক্সটবুকেও এই খেতাব সহ উদাহরণ দেখলেও অবাক হবার মতো কিছু হবনা।।

 

বাকীটা আমাদের "লোভী ডাক্তারদের" নিয়তি।।

ডাক্তার হিসেবে লোভী না হয়েও লোভী ডাক্তারের খেতাবে আমরা লজ্জ্বিত।

আর কত নীচে আমাদের নামানো হবে।

আর কত আমাদের অবমাননা সইতে হবে।

এর শেষ কোথায়।

_________________________________

ডা.মোহাম্মদ নাসিমুল গনি। সুলেখক।

Jr.Consultant Cardiology at Sarkari Karmachari Hospital . Fulbaria Dhaka
Studied Cardiology at BSMMU

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়