Ameen Qudir

Published:
2017-02-05 06:12:00 BdST

আর কত ডা: ফারহানার হাত কাটলে তোমরা ক্ষান্ত হবে


তানভীর আহমেদ তালুকদার, এমবিবিএস শিক্ষার্থী
___________________________


রাত প্রায় ১০ টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. ফারহানা আফরিনকে জানালার কাচের টুকরা দিয়ে আঘাত করে আহত করেছে রোগীর লোকেরা । আরো একজন নারী চিকিৎসক এ ঘটনায় লাঞ্ছিত হয়েছেন।
.
জরুরী রোগী ম্যানেজমেন্ট এর সময় উপস্থিত রোগীর লোকদের সরে যেতে বললে ঘটনার সূত্রপাত হয়।১০ -১৫ জন রোগীর লোক ডা. আফরিন ও ডা. শর্মিষ্ঠার উপর চড়াও হয়!
.
ভাঙা কাচের টুকরা দিতে ডা. আফরিন এর উপর চড়াও হলে আত্মরক্ষার্থে সে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এতে তার হাতের বিভিন্ন অংশ কেটে যায়।এই মুহুর্তে পুলিশ এসেছে সেখানে, ইন্টার্ন চিকিৎসকসহ সকল স্টুডেন্ট ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছেন।


এই ঘটনা আর সহ্য হয় না।
.
আওয়াজ তুলেন দেশের সকল ইন্টার্ন চিকিৎসকরা।
.
কারন আমি,আপনি কেউই নিরাপদ নয়!
নিরাপদ নয় নারী চিকিৎসকরাও!
.
অস্তিত্ব রক্ষায় প্রতিবাদ হোক....সকল স্তরে।
.
আর কত রক্ত ঝরলে তোমরা শান্ত হবে ?....আর ডাঃ ফারহানার হাত কাটলে তোমরা ক্ষান্ত হবে?

_______________________________

তানভীর আহমেদ তালুকদার, এমবিবিএস শিক্ষার্থী । রংপুর মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়