Ameen Qudir

Published:
2017-02-03 19:00:19 BdST

পরশ্রীকাতরতা, হীনমণ্যতার চরম দৃষ্টান্ত: এটা হেইট ক্রাইম


 

শওগাত আলী সাগর
_______________________ ·

‘জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার। অভাব ও দারিদ্র বিমোচন করতে গিয়ে তিনি সব সময় অর্থের পেছনে ছুটতেন,এক সময় গাড়ি বাড়ী সব কিছুর মালিক হন। তবো তার চাওয়া পাওয়ার শেষ নেই। অর্থ উপার্জনই তার একমাত্র নেশা।’


- এসএসসি পরীক্ষার বাংলার সৃজনশীল অংশে এই প্যারাটি দিয়ে কতোগুলো প্রশ্ন করা হয়েছে। শিক্ষার্থীদের বলা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রশ্নটির স্ক্যান করা একটি কপি দিয়ে ঢাকা থেকে কয়েক বন্ধু এ বিষয়ে মতামত চেয়েছেন।


প্রশ্নের এই অংশটুকু পড়তে পড়তে ভাবছিলাম- মানুষের মনে কতোটা পরশ্রীকাতরতা, হীনমণ্যতা থাকলে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় এই ধরনের একটি বক্তব্যসম্বলিত প্যারাগ্রাফ দেওয়া যায়।


বাংলাদেশে অন্য আর দশটা পেশার মতোই ডাক্তারদের নিয়েও সমালোচনা আছে। আমরা খোলামনে তাদের সমালোচনা করি, তিরস্কার করি। কিন্তু পরীক্ষার খাতায় একটি পেশাকে হেয় করে এই ধরনের বক্তব্য জুড়ে দেওয়া মানা যায় না। এটি এক ধরনের ঘৃনা সৃষ্টির চেষ্টা- ‘হেইট ক্রাইম’।
আমি মনে করি, বাংলা এই প্রশ্নপত্রটি কে তৈরি করেছেন, কারা এর অনুমোদন দিয়েছেন, তাদের খুজেঁ বের করে শাস্তির আওতায় আনা দরকার। কোমলমতি শিক্ষার্থীদের মনে একটি পেশা সম্পর্কে বিদ্ধেষ তৈরির চেষ্টা তাও আবার এসএসসি পরীক্ষায়- এটি অমার্জনীয় অপরাধ।

_____________________________

লেখক শওগাত আলী সাগর । কানাডা প্রবাসী প্রথিতযশ সিনিয়র সাংবাদিক। সম্পাদক , নতুন দিন, কানাডা।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়