Ameen Qudir

Published:
2016-11-14 18:35:57 BdST

আন ন্দ আনন্দ ভাঙ্গা সিন্দুকে কুমড়া নয়, মাল্টা


 


ডা. ফরিদা ইয়াসমিন
________________

 

শৈশবের মায়াবী সময়ে 'সিন্দুকে কুমড়া' নামে একটা রাশিয়ান ছোট গল্প পড়েছিলাম। সেখানে একটি স্কুল পড়ুয়া মেয়ে(আমাদের সেই সময়ের বয়সী) বাসায় পড়ে থাকা একটা ভাঙ্গা সিন্দুকে কুমড়া গাছ লাগায়। সেই গাছে একটা চমৎকার কুমড়া হলে গর্বে তার মাটিতে পা পড়েনা!! সবাইকে ডেকে ডেকে দেখায়, আর সবাই অবাক হয়ে বলে, 'বাহ'!!!
তো একদিন এক বন্ধুকে দেখালে সে মোটেই অবাক হোলোনা, বরং ঠোট উল্টিয়ে হাসলো। তারপর তাদের জমিতে ফলানো বিশাল বিশাল কুমড়া দেখাতে নিয়ে গেল।সিন্দুকে কুমড়ার মালিক চুপসে গেল! তারপর হঠাৎ তার মনে হল, আরে , তাতে কি!! আমার কুমড়াতো সিন্দুকে ফলানো!"!

 

 

 

আজ ছাদে বেড়াতে গিয়ে নিজেকে ঐ সিন্দুকে কুমড়ার মালিকের মত গর্বিত মনে হল। বিশাল বিশাল পাকা পাকা চোখ জুড়ানো মাল্টা গাছে ঝুলছে! কিন্তু জানি এই মালটার স্বাদ যক্ষ টক, মানে খেলে যক্ষেরও পটল তোলার সম্ভাবনা..।
তাতে কি!! ছাদে হয়েছে না...!!

 

____________
লেখক ডা. ফরিদা ইয়াসমিন

Asstt. Professor at Dhaka Dental College & Hospital
Studied MBBS. at Chittagong Medical College

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়