SAHA ANTAR
Published:2020-10-12 02:26:00 BdST
পটিয়ায় কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার বিচার ও গ্রেফতার দাবি চট্টগ্রাম বিএমএ'র
ডাঃ প্রণয় কুমার দত্ত, চট্টগ্রাম
____________________
গত ৯ই অক্টোবর পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসক ডা. জিয়াউদ্দিন মোঃ সাকিব এর উপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিএমএ এর সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান এবং সাধারণ সম্পাদক ডা. মোঃ ফয়সল ইকবাল চৌধুরী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ৯ই অক্টোবর পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে ডুবে যাওয়া এক বাচ্চাকে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চাকে মৃত ঘোষনা করেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাচ্চার মৃত্যু পরবর্তী মাংসপেশির সংকোচন প্রসারণ দেখে বাচ্চার আত্মীয় স্বজন কমপ্লেক্সে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করেন এবং কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব,ইমার্জেন্সি এটেনডেন্ট রনি দাশ এর হামলা চালান। উল্লেখ্য যে মৃত্যু পরবর্তী ৪-৬ঘন্টায় এ ধরনের মাংসপেশির সংকোচন প্রসারণ স্বাভাবিক। হামলায় ৩৯তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত ডা. সাকিব গুরুতর আহত হন। চট্টগ্রাম বিএমএ নেতৃবৃন্দ এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। চিকিৎসকের উপর হামালার মত এ ধরনের ন্যাক্কারজনক কাজ বর্তমানের কোভিড পরিস্থিতিতে সাহসিকতার সাথে কাজ করে যাওয়া চিকিৎসকদের মনোবলকে ক্ষুন্ন করবে এবং সুষ্ঠু চিকিৎসা সেবার অন্তরায় হয়ে দাঁড়াবে বলে নেতৃবৃন্দ মনে করেন। চট্টগ্রাম বিএমএ ১০ই অক্টোবর এ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মানব বন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং ডা. সাকিব কে সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও নেতৃবৃন্দ জানান।
নিবেদক
ডাঃ প্রণয় কুমার দত্ত
প্রচার ও জনসংযোগ সম্পাদক
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন,
চট্টগ্রাম শাখা ।
আপনার মতামত দিন: