Ameen Qudir

Published:
2020-04-12 01:37:47 BdST

জরুরি রোগীর সিরিয়াল নেয়া ১৫ জনের মধ্যে ১২ জনের এ দুসঃময়ে সিরিয়াল না নিলেও চলত


 

 অধ্যাপক ডা. মোহিত কামাল
কথাশিল্পী , মনোরোগ বিশেষজ্ঞ
_______________________

যাঁরা চিকিৎসায় ভালো আছেন , ঘরে থাকুন। ভালো থাকুন।
জরুরি রোগীদের সিরিয়াল দেওয়া হয়েছিল আজ। ১৫ জনের মধ্যে ১২ জনের এ দুসঃময়ে সিরিয়াল না- নিলেও চলত। জরুরি শব্দটির অর্থ বোঝার চেষ্টা করুন। একজন রোগীর সঙ্গে ২/৩ জন করে অভিভাবক এসেছেন । কী ভয়াবহ লোক সমাগম! যাঁরা নীতি-নির্ধারনী কাজ করছেন , করোনা আক্রান্ত জনগোষ্ঠী ছাড়া জরুরী নয় এমন অন্যরোগীদের গণহারে হাসপাতালে আসার জন্য উৎসাহিত করছেন? ভেবে দেখুন ? জরুরি নয় এমন সাধারণ রোগীদের প্রায় সকল চিকিৎসক ফোনকল বা অনলাইনে সেবা দিচ্ছেন। কী করবেন, তার পরামর্শ দিচ্ছেন জরুরি রোগীদেরও। ডিজিটাল প্রযুক্তির সুবিধাটাও নিতে হবে জনসাধারণদের। বিশ্বজুড়ে চলছে এমন সেবা। দেশটাকে বাঁচাতে হলে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবহারিক অভিজ্ঞতার আলোকেও কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে। কেবলমাত্র চিকিৎসকদের ঘাড়ে দোষ চাপিয়ে মানুষ থেকে মানুষে কোভিড১৯-এর বিস্তার ঠেকানো যাবে না। বিশ্ব নিউজ থেকে জানা যাচ্ছে উপসর্গবিহীন বহু লোক আছেন, যারা জানেন না যে নিজেরা বহন করে বেরাচ্ছেন এবং ছড়াচ্ছেন করোনা ভাইরাস।
প্রিয় বন্ধুরা, ঘরে থাকুন , প্লিজ ঘরে থাকুন। সরকারের প্রচারিত নিয়ম-নীতি মেনে চলুন। কোভিড১৯ সংক্রমিত হতে পারে এমন কাউকে 'সন্দেহজনক' কেস বললে সোশ্যাল স্টিংমা আরও বেড়ে যাবে। তারা লুকিয়ে থাকবে , করোনার সংক্রমণ বাড়াতে থাকবে। সুতরাং শব্দ ব্যবহারেরও মিডিয়াকর্মীদের সতর্ক হতে হবে।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়