Ameen Qudir
Published:2020-04-11 17:36:06 BdST
ঢাকা মেডিকেলের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কুলসুম হক আর নেই
ডেস্ক
_____________________
ঢাকা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কুলসুম হক আজ সকালে মারা গেছেন।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও প্রয়াতর সহপাঠি ডা. সুলতানা আলগিন এক শোকবার্তায় ডা. কুলসুমের প্রয়াণে গভীর শোক জানান। বলেন, তাঁর অকাল প্রয়াণে বাংলাদেশ একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল।
বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ও ডা. কুলসুম হকের সহপাঠি ডা. আহসান হাবীব হেলাল জানান,
চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৮ তম ব্যাচের মেধাবী ছাত্রী, ঢাকা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কুলসুম হক আজ শনিবার ১১ এপ্রিল ২০২০ সকাল ৯:৩০ মিনিটে Diltated Cardiomyopathy রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ।
উল্লেখ্য ডাক্তার কুলসুম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ), বিএসএমএমইউ স্বাচিপের আহবায়ক ও নিরোলজি বিভাগের অধ্যাপক Rizvi Abu Nasir ভাইয়ের সহধর্মিনী।
আপনার মতামত দিন: