Ameen Qudir

Published:
2020-02-18 21:35:47 BdST

চসিক মেয়র নির্বাচনে ডা. শাহাদাত বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন: লড়াই তুমুল জমবে


ডেস্ক
_______________________

চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনে আওয়ামী লীগ বিদায়ী মেয়র নাছিরকে হটিয়ে মাস্টার স্ট্রোক হাঁকালেও প্রতিপক্ষ বিএনপি তাদের জাল বিছাচ্ছে একজন ডাক্তারকে নিয়ে। এই ডাক্তার চট্টগ্রামে প্রবল জনপ্রিয় ব্যাক্তি ইমেজে। দলের পরিচয়ের চেয়েও তিনি ব্যাক্তি হিসেবে অনেক উঁচুতে। তার নাম: ডা. শাহাদাত হোসেন। অনেকেই বলছেন, এই জনপ্রিয়তার সমীকরণ মাথায় নিয়ে তাকে মেয়র প্রার্থী করলে তা প্রবল হাড্ডাহাড্ডি লড়াই তৈরী করবে। মিডিয়াতেও ডা. শাহাদত খুব আলোচিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তাকে নিয়ে আলোচনা চলছে দলের ভিতরে-বাইরে। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। বিএনপির হাইকমান্ড থেকে তাকে ইতিমধ্যেই ‘সবুজ সংকেত’ দিয়েছে । শাহাদাত হোসেন ছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সাবেক যুগ্ম সম্পাদক এরশাদুল্লাহ’র নামও আলোচনায় আছে। ২৯ মার্চ ভোটের দিন রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম বিএনপির এক নেতা জানান, চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বিতায় ডা. শাহাদাত হোসেনেই যোগ্য। তার ক্লিন ইমেজ ও সততা রয়েছে। নেতা-কর্মীদের সুখ-দুঃখে তিনি পাশে রয়েছেন। তাই ডা. শাহাদাতই প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি মেয়র পদে ধানের শীষের প্রতীক পাবেন । এ প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন মিডিয়াকর্মীদের বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি ধানের শীষের বিজয় ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়