Ameen Qudir

Published:
2020-01-16 19:07:59 BdST

'অধ্যাপক ডা. তপন কুমার সাহা: আমার দেখা মতে সবচে সুখী মানুষ '


 


অধ্যাপক ডা. ভাস্কর সাহা
কবি ও সাবেক অধ্যক্ষ ,

শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
________________

ইনি আমাদের ডাঃ অধ্যাপক তপন কুমার সাহা, মানসিক রোগের এই বিশেষজ্ঞ ডাক্তার বাবু আমাদের সহপাঠি সেই উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে।
বরিশালেরই ছেলে, অত্যন্ত সৎ সদালাপী এবং নিভৃতচারী।
নিভৃতচারী বলতে ঘর আর চেম্বার, নিজের স্ত্রী সন্তান সংসার চাকুরী এবং প্রাকটিস এর বাইরে তার কোন ভুবন নেই, প্রয়োজনই নেই ,তার ভুবনে সে যার পর নাই সুখী বাসিন্দা
সুশীলা স্ত্রী আর দুই সন্তান নিয়ে তার আমোদের সংসার।
মেয়ে বরিশাল মেডিকেল কলেজ থেকে চিকিৎসক হয়ে বেরিয়েছে, পুত্র এখানেই অধ্যয়ণরত।
আমার দেখা মতে সে সবচে সুখি ব্যক্তি
সম্প্রতি তার আপ্যায়নে আমরা দশম ও একদশ ব্যচের ছেলেমেয়ার একত্রিত হয়েছিলাম ভ বরিশালের স্বনামধন্য হোটেল গ্রান্ড পার্কে
আমার মোবাইলের ক্যামেরা খারাপ থাকায় কয়েকটি সংগ্রহকৃত ছবি দিলাম সেই আনন্দঘন মুহূর্তের।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়