Ameen Qudir

Published:
2019-11-15 00:52:00 BdST

ঢাবি মেডিসিন অনুষদের ডীন নির্বাচিত হলেন ডা. শাহরিয়ার নবী শাকিল


ডেস্ক / সংবাদদাতা
______________

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে মেডিকেল অনুষদের ডীন নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার নবী শাকিল । তিনি ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) বিজ্ঞান বিষয়ক সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কার্যকরী সদস্য এবং সোসাইটি অফ রেডিওলজি এন্ড ইমেজিংয়ের সাধারন সম্পাদক ।

ডাক্তার প্রতিদিন সম্পাদক , বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার সহযোগী অধ্যাপক, ওসিডি কনসালটেন্ট ডা. সুলতানা এলগিন
এক বিবৃতিতে অনন্য বিজয়ের জন্য ডা. শাহরিয়ার নবী শাকিলকে অভিনন্দন জানান।

, ডা. শাহরিয়ার নবী শাকিল ৩নং ব্যালটে মোট ভোট পেয়েছেন ৪৫৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান ২নং ব্যালটে পেয়েছেন ২২৫ ভোট। এছাড়াও ১ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বীতাকারী অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির পেয়েছেন ৬৬ ভোট।

১৩ নভেম্বর ২০১৯ সকাল ৯টা থেকে এ নির্বাচন কার্যক্রম শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিলো দুই হাজার ১১৬ জন।

নির্বাচনে ৩ জন প্রার্থীদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ আবু ইউসুফ ফকির (নাক কান গলা ও হেড-নেক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান, ঢামেক), ডা. শাহরিয়ার নবী শাকিল (ঢাকা মেডিকেল কলজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক) এবং প্রফেসর ডা. মোহাম্মদ মুজিবুর রহমান (মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ঢামেক)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভোট    হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।

বাকি আটটি মেডিকেল কলেজের নির্বাচন স্ব স্ব মেডিকেল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সর্বমোট নয়টি কেন্দ্রের ভোট গননার পর ডা. শাহরিয়ার নবী (শাকিল) মোট ২৪৪ ভোট ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. শাহরিয়ার নবী ( শাকিল)। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী সদস্য।

ডা. খন্দকার আল মামুন বলেন, ‘নির্বাচনের মাধ্যমে কেউ পদায়িত হলে জবাবদিহিতা থাকে। আমরা শান্তিপূর্ণ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ডীন নির্বাচিত করতে পেরে সত্যি উচ্ছ্বসিত।’

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়