Ameen Qudir

Published:
2019-10-09 20:50:43 BdST

বুয়েটের তোমরা যারা আবরারকে হত্যা করলে,তোমরা অভিশপ্ত, তোমরা ধ্বংস হও



ডা. আতিকুজ্জামান ফিলিপ
__________________________

যে স্ট্যাটাসের জন্য আবরার ফাহাদকে তোমরা হত্যা করেছো আমার কাছে সেই স্ট্যাটাসটি একটি নিরীহ স্ট্যাটাস মনে হয়েছে।
সত্যিই বলছি, আবারও বলছি, আমার কাছে সেটি একটি নিরীহ স্ট্যাটাস ছাড়া আর কিছুই মনে হয়নি!

বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন সচেতন ছাত্র যে তার দেশকে ভালোবাসে, যে তার দেশকে নিয়ে ভাবে সে এমন একটি স্ট্যাটাস দিয়ে তার মতামত জানাবে এটাইতো স্বাভাবিক।
এতে দোষের বিন্দুমাত্র কিছু নেই বরং এই মতামত দেওয়া তার অবশ্যকর্তব্য।

তার এই নিরীহ মতামতের জন্য তোমরা তাকে পিটিয়েই হত্যা করলে!
এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে?

তোমরা কিভাবে ছাত্রলীগ করো?
তোমরা কিভাবে নিজেদেরকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দাও?

যে মহামানবের নিজহাতে গড়া ছাত্রসংগঠনের নেতা হিসেবে তোমরা নিজেদেরকে পরিচয় দাও তোমরা কি জানোনা সেই মহামানবটিও নিজের দেশকে নিয়ে এভাবেই ভাবতেন, এভাবেই নিজদেশের স্বার্থকেই সবার আগে বড় করে দেখতেন, এভাবেই নিজদেশকে নিয়ে নির্ভয়ে তার মতামত ব্যাক্ত করতেন!

সেই মহামানবের এমন দেশহিতৈষী চিন্তা ও দর্শন এবং দীর্ঘ ২৩বছরের নিরলস সংগ্রামের কারনেই আজ আমরা এই দেশটি পেয়েছি।
তোমরা এই দেশটি পেয়েছো, পেয়েছো দাঁড়াবার জন্য পাঁয়ের নিচে একটুকরো মাটি!

সেই দেশের মাটিতেই দাঁড়িয়ে সেই মহামানবের নিজহাতে গড়া সংগঠনকেই অপব্যাবহার করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তাজাতরুণকে শুধুমাত্র নিজদেশের স্বার্থ নিয়ে নিজের মতামত ব্যাক্ত করায় এমন নির্মম পাশবিকতায় হত্যা করতে পারলে তোমরা?

তোমরা সেই মহামানবের সাথে বেঈমানী করেছো!
তোমরা মানুষ নও!
তোমরা নরকের কীট!
তোমরা অভিশপ্ত, তোমরা ধ্বংস হও।
_______________________________
ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়