Ameen Qudir
Published:2019-09-03 06:14:02 BdST
২ বছরের ইন্টার্নশীপ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
মোশারফ শরীফ
_____________________
দুবছর ইন্টার্নশীপ বাতিলের দাবিতে নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে এ মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
সম্প্রতি দু'বছর এম.বি.বি.এস ও বিডিএস কোর্সের দুবছর ইন্টার্নশীপের খসড়া প্রজ্ঞাপন স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।এতে ফু্ঁসে উঠে সারা বাংলাদশের সকল মেডিকেল এর শিক্ষার্থীরা।
সোমবার ২ সেপ্টেম্বর সকাল দশটায় রাজধানীর ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন।স্মারকলিপি গ্রহন করেন উপাধ্যক্ষ প্রফেসর ডাঃইউসুফ মিয়া। এরপর হাসপাতাল ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন।মানবন্ধন কর্মসূচী পালন করে রাজপথে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিল টি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে আবার হাসপাতাল ভবনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা হাতে নানান প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে ও স্লোগানে মুখর হয়ে বিক্ষোভ জানাতে থাকে থাকে।এই ব্যাপারে নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ এর পঞ্চম বর্ষের ছাত্র মোশারফ শরিফ জানান উপজেলার অবকাঠামো উন্নয়ন না করে শুধুমাত্র ইন্টার্নদের দিয়ে স্বাস্থ্যসেবার কোন উন্নয়ন হবে না।সরকারের উচিৎ ২বছরের ইন্টার্নশীপ বাতিল করে ইন্টার্নদের উপজেলায় না পাঠিয়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বেশী করে রেজিস্ট্রার্ড ডাক্তার নিয়োগ দেওয়া উচিৎ।শিক্ষার্থীরা জানান আপাতত খসড়া প্রজ্ঞাপন আপাতত প্রত্যাহার নয় অবিলম্বে ২ বছরের ইন্টার্নশীপ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আপনার মতামত দিন: