Ameen Qudir
Published:2019-09-01 20:26:04 BdST
উপজেলায় কাজ করে যে সব ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়,বিস্তারিত জানালেন অধ্যাপক চিকিৎসক
২ বছরের কথিত ইন্টার্ন বাতিলের দাবিতে সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি সৌজন্য : অভিজিৎ সরকার। শিক্ষার্থী । সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
ডেস্ক
______________________
অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম ফেসবুক ও অনলাইনে দুই বৎসরের ইন্টার্নশীপের বিষয়টি নিয়ে অনন্য পর্যালোচনামূলক লেখা লিখেছেন। পাঠকদের দরবারে তা পেশ হল।
অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম লিখেছেন,
বিএমডিসির রেজিস্ট্রার ডা. জাহেদুর রহমান বসুনিয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন দুই বৎসরের ইন্টার্নশীপের ১ বৎসর উপজেলাতে হলে- ডাক্তাররা হাতে কলমে গ্রামীন সমস্যা সম্পর্কে জানতে পারবে।
আমি আমার চাকরীর শুরুতে তিন বৎসর উপজেলাতে কাজ করেছি। সেই উপজেলা হাসপাতালের সরকারী বাসায় ২৪ ঘন্টা অবস্থান করে একেবারে বাস্তব অভিজ্ঞতা সন্চয় করেছি, তা হল-
১) কিভাবে PC, BC, TC, Cotrim ORS দিয়ে বিভিন্ন ক্যাটাগরীর দুই শতাধিক রোগীকে প্রতিদিন সামাল দিতে হয়।
২) এর মধ্যে স্থানীয় দালালের রোগীর আত্বীয় সেজে স্পেশাল চিকিৎসার দাবী মেটানো।
৩) উপজেলাতে কোন প্যাথলজিস্ট এর পোস্ট নেই, ছোট ল্যাবে সবজান্তা ল্যাব টেকনিশিয়ান TC DC ESR MP Widal test Urine RE (!) এই হল সাকূল্যে পরীক্ষা। রোগ নির্ণয়ের জন্য অতিরিক্ত পরীক্ষা অত্যাবশ্যকীয় মনে হলে রোগীকে মেডিকেল এ রেফার। রোগী গরীব হলে যেতে চাইবে না, প্রভাবশালী হলে বায়না ধরবে ডাক্তার আপনি ও চলেন।
৪) স্থানীয় প্রভাবশালীরা প্রায়ই সময়ে অসময়ে তাদের বাড়ীর অসুস্থ্য রোগীর জন্য কলে নিয়ে যেতে আসতেন। অনেক সময় আপনি ইচ্ছা করলে ও তা রিফিউজ করতে পারবেন না।
গিয়ে দেখলেন সেখানে রোগী পরীক্ষার কোন পরিবেশ নেই, কোন রকমে হারিকেন বা টর্চের আলোতে প্রেসক্রিপসন লিখে চলে আসবেন। তখনই রোগীর কোন মুরব্বী স্থানীয় স্বজন হাত বাড়িয়ে দিয়ে বলবে, ডাক্তর প্রেশারটা একটু মাপ।
৫) সপ্তাহে ১/২ দিন ২৪ ঘন্টার জরুরী বিভাগের ডিউটি। সেখানে স্যাকমো ওয়ার্ডভয় সুইপার সবাই বিভিন্ন রকম ধান্ডায় থাকত। যদি কড়াকড়ি করেন তবে তারা একজোট হয়ে ষড়যন্ত্র করবে।
জরুরী ডিউটিতে সবচেয়ে ভয়ংকর হল মারামারির রোগী। আঘাত যাই হোক সবাই Grievous hurt এর সার্টিফিকেট চাইবে। আপনি দেখছেন Simple injury, তাদের কথায় রাজী হবেন না, তখন আসবে দালাল, কনভিন্সড না হলে সিনে আসবে স্থানীয় চেয়ারম্যান।
৬) এলাকায় প্রভাবশালীদের প্রভাব দেখানোর কমন প্লেস হাসপাতাল, এমপি, ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সবাই এক একজন ভিআইপি। তারা বিভিন্ন প্রয়োজনে আপনাকে অনুরোধ করবে, যার বেশীরভাগই বেআইনী। আপনাকে তা ম্যানেজ করতে হবে।
এই হচ্ছে মোটামুটি উপজেলায় একজন চিকিৎসকের ট্রেনিং ক্যারিকুলাম। যদিও ২৩/২৪ বৎসর পূর্বের পাঠক্রম যা ইদানীং আরো বিস্তৃত হয়েছে।
এই প্রশিক্ষন চিকিৎসকের ভবিষ্যত পেশাগত জীবনে কি কাজে লাগবে জনাব বসুনিয়া যদি বুঝিয়ে দিতেন তবে আমি ও উনাকে সমর্থন করতাম।
( খবরে প্রকাশ ষড়যন্ত্রকারীরা সম্মিলিত প্রতিরোধের আশংকায় পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে, তবে সাধু সাবধান এরা আবার আসবে চিকিৎসক নিগ্রহের নতুন কোন এজেন্ডা নিয়ে)
___________________________
যেখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল বিশাল স্থাপনা।
এখানে সঠিক দামে এপার্টমেন্ট বিক্রি হচ্ছে। ADEPT JAHAN
১৪ নম্বর রোডে। ৪ কাঠার ওপরে নির্মিত বাড়ি । গ্রাউন্ড +৮ । প্রায় রেডি বাড়ির ল্যান্ড লর্ড তার অংশের ফ্লাট বিক্রি করবেন।
তিন বেড , ড্রইং ডাইনিং ও অন্যান্য সুবিধা। বিস্তারিত যোগ: :01713430902
বিজ্ঞাপণ : সকল যোগ :01713430902
আপনার মতামত দিন: