Ameen Qudir

Published:
2019-08-31 07:30:26 BdST

উপজেলা হেলথ কমপ্লেক্সে ১বছর সহ মোট দুইবছর ইন্টার্নশীপের এপিঠ ওপিঠ


ডা. আতিকুজ্জামান ফিলিপ


_________________________________
.
আমরা জানি, ইন্টার্নশিপ একটি সুপারভাইজড ট্রেনিং। উপজেলা ও ইউনিয়ন সাবসেন্টারে ইন্টার্নদের সুপারভাইজ করবে কে?
.
রুগির স্বজন পরিচয়ে স্থানীয় মাস্তান ও সন্ত্রাসীরা তাদের ঢিসুমঢাসুম প্রাকটিসটা নবীন চিকিৎসকদের উপার ভালোই চালিয়ে নিতে পারবে! এর দায় নিবে কে?
.
উপজেলা হেলথ কম্প্লেক্স ও ইউনিয়ন সাবসেন্টারে চিকিৎসকের অপ্রতুলতা চিরতরের জন্য কিছুটা হলেও লাঘব হবে।
নতুন পোস্ট ক্রিয়েট করে একসাথে হাজার হাজার চিকিৎসকের নিয়োগ দেওয়ার আর প্রয়োজন হবে না!
.
ফলে চিকিৎসকদের সরকারি চাকরির বাজার কিছুটা হলেও সংকুচিত হবে!
.
ইন্টার্নশীপের পর চাকরির অনিশ্চয়তা বৃদ্ধি, উপজেলাতে ইন্টার্নশীপের সময় কর্মস্থলে নিরাপত্তা সঙ্কট বৃদ্ধি এইসব বিভিন্ন কারনে স্টুডেন্ট এবং অভিভাবক বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের অভিভাবকরা এই পেশায় আগ্রহ হারিয়ে ফেলবে।
.
ফলে বর্তমান সময়ে দেশের সকল মেডিকেল কলেজে মেয়ে স্টুডেন্ট ও ছেলে স্টুডেন্টদের অনুপাতের যে বৈমাত্রেয় বৈষম্য বিরাজমান তা কিছুটা হলেও কমে আসবে :-P
.
অনেকে দাবি করছেন উপজেলাতে ইন্টার্নির সময় ৯ম গ্রেডে বেতন দিতে হবে।
সরকার যদি তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে ৯ম গ্রেডে বেতন দেয় তবুও সরকারের লস নেই!
কারন ৯ম গ্রেডে বেতন দিয়েও সরকার তখন প্রান্তিক পর্যায়ে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিৎ করতে পারবে যেটা এখন পারছে না!
.
যারা এই ব্যাবস্থা রহিত করার দাবি না জানিয়ে ৯ম গ্রেডে বেতনের দাবি তুলছেন তারা আসলে সাময়িক সমাধান খুজছেন, স্থায়ী সমাধানের কথা ভাবছেন না!
একবছর ৯ম গ্রেডে বেতন পেয়ে তারপর আপনি কি করবেন?
তখনতো সরকারি চাকরির বাজারে স্থায়ী সঙ্কট শুরু হবে!
.
সরকার বলেছে চাকরির বয়সসীমা তারা আর বাড়াবে না।
চাকরিতে যোগদানের ক্ষেত্রে আপনার যে বয়সসীমা একবছর কমে যাচ্ছে তার কি হবে?

কারন আপনি ইন্টার্নশীপের সময় পিএসসি'র পরীক্ষায় এটেণ্ড করতে পারলেও ইন্টার্নশীপ শেষ হওয়ার আগেই কি সরকারি চাকরিতে জয়েন করতে পারবেন?
.
এখন নিয়ম আছে ইন্টার্নশীপ শেষ হওয়ার পর আরও একবছর পার হওয়ার আগে কেউ পোস্টগ্রাজুয়েট পরীক্ষায় প্রবেশাধিকার পায়না।

সরকারি চাকরিতেও এমন একটি নিয়ম আছে যে চাকরি শুরুর প্রথম দু'বছর(এখন খুব সম্ভবতঃ এটা তিনবছর করা হয়েছে) উপজেলা বা ইউনিয়ন সাবসেন্টারে কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ পোস্টগ্রাজুয়েশনের জন্য ডেপুটেশন/শিক্ষাছুটি পাবেনা।

ইন্টার্নশীপ দু'বছর হলে পোস্টগ্রাজুয়েশনে প্রবেশ করতে আপনাকে আরো একটা বছর সময় বেশী অপেক্ষা করতে হবে।
.
সবশেষে যে পয়েন্টটা বলতে চাই,
এখনো পর্যন্ত মেডিকেল কলেজগুলোতে যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন তাদের ইন্টার্নশীপ শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রনালয় যদি দুই বছরের ইন্টার্নশীপ চালু করতে চায় তাহলে যে কেউ চায়লে মন্ত্রনালয়ের এই আদেশের বিপরীতে একটা রিট করতে পারেন।
কারন এখন পর্যন্ত যারা ফার্স্ট ইয়ারে পড়েন তাদের ভর্তির সময় যে সার্কুলার দেওয়া হয়েছিলো তাতে দুই বছর নয় বরং একবছরের ইন্টার্নশীপের কথায়ই উল্লেখ ছিলো।

কেউ চায়লে এই আইনীপথে যেতে পারেন তবে তাতেও স্থায়ী সমাধান আসবে না কারন মন্ত্রনালয় চায়লে এবার থেকে ভর্তির সার্কুলারের সময় দুই বছরের ইন্টার্নশীপের কথা উল্লেখ করে দিতে পারে!
.
তাই আমাদেরকে শুধু সাময়িক সমাধানের কথা চিন্তা করলেই হবে না এই সঙ্কটের স্থায়ী সমাধানের কথা চিন্তা করতে হবে।।
______________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।

সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়