Ameen Qudir
Published:2019-08-26 05:08:23 BdST
চির সংগ্রামী চিকিৎসক নেতা ডা.শেখ বাহারুল আলম গুরুতর অসুস্থ
ডেস্ক
_______________________
বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক নেতা, ডাক্তার সমাজের সংগ্রামী মুখপাত্র ডা.শেখ বাহারুল আলম গুরুতর অসুস্থ। তাঁর জন্য প্রার্থনা চেয়েছেন ডাক্তার সমাজ। দল মত নির্বিশেষে তিনি সকলের প্রিয়। অবিস্মরনীয় তার জনপ্রিয়তা। ডাক্তার রোগীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে তিনি নির্ভিক মুখ। নির্ভিক কন্ঠ। কখনও কারও পরোয়া না করে সত্যর পক্ষে তিনি সোচ্চার।
বিশিষ্ট চিকিৎসক নেতা ডা. মেহেদী হাসান বিপ্লব জানান, আমাদের প্রিয় নেতা ও অভিভাবক ডা.শেখ বাহারুল আলম স্যার গুরুতর অসুস্থ।
স্যারকে জরুরী ভিত্তিতে এয়ার এম্বুলেন্সে ঢাকা ট্রান্সফার করা হয়েছে ।
সবাই স্যারের জন্য দোয়া করবেন।
স্যারকে এয়ার এম্বুলেন্স থেকে বসুন্ধরায় নামানো হয়েছে।সেখান থেকে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা যায়।
অধ্যাপক ডা. নোমান চৌধুরী বলেন, ·
আমাদের প্রিয় চিকিৎসক নেতৃত্ব শ্রদ্ধেয় ডা. বাহারুল আলম ভাই খুবই অসুস্থ।
তার রোগমুক্তির জন্য প্রার্থনা করছি।
আপনার মতামত দিন: