Ameen Qudir
Published:2019-08-24 23:28:43 BdST
নিজ হাতে রান্না করে খাইয়েছিলেন নুরজাহান ভুঁইয়া ম্যাডাম, সেই ছবি খুঁজে পেলাম না
ডেস্ক
____________________
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বাংলাদেশের কিংবদন্তি গাইনি চিকিৎসাবিদ অধ্যাপক সৈয়দা নুরজাহান ভুঁইয়া এখন গুরুতর অসুস্থ। তাকে নিয়ে স্মৃতিকথা লিখেছেন তাঁরই ছাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথিতযশ চিকিৎসক ডা বি এম আতিকুজ্জামান।
তাঁর হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা এখানে প্রকাশ করা হল। --------------
মাঝে মধ্যে এমন হয়।
আমার লাইব্রেরিতে আমি পুরোনো ছবিগুলোর মাঝ থেকে যে ছবিটি খুঁজছিলাম তা পেলাম না আজ।
ছবিটি ছিল আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপিকা সৈয়দা নুরজাহান ভুঁইয়া আপা আমাদের কয়েকজনকে
তার বাড়িতে অকৃত্তিম ভালোবাসার সাথে নিজ হাতে রান্না করে খাওয়াচ্ছেন। নিজে খাবার বেড়ে দিচ্ছেন। পাশে দাড়িয়ে সেন্টু ভাই।
তাঁর এ কঠিন কোমল ভালোবাসার ছবিটি অনেকের কাছে বিস্ময় বা ইর্ষার কারন হতে পারতো।
আমরা যারা তাঁর খুব কাছে এসেছি, তারা জানি এ অনন্যসাধারন চিকিৎসক - শিক্ষক- নেত্রীর অত্যন্ত কোমল সুন্দর একটি মানবিক দিক ছিল।
তবে তার বদলে পেয়ে গেলাম এ ছবিটি।
একটি আন্তর্জাতিক সম্মেলনের শুরুতে তাঁর সাথে এ ছবিটি তুলেছিলাম।
অনেকেই ভাবতে পারেন আমারতো স্ত্রী রোগ বিষেশজ্ঞ হওয়া উচিত ছিলো।
ম্যাডামও সেটি চেয়েছিলেন।
অসাধারন এ মানুষটি আজ মৃত্যুর মুখোমুখি দাডিয়ে। আমি কায়মনোবাক্যে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি।
___________________________
ডা বি এম আতিকুজ্জামান। সুলেখক। প্রবাসী প্রথিতযশ চিকিৎসক
আপনার মতামত দিন: