Ameen Qudir

Published:
2019-07-03 22:39:24 BdST

ডাক্তার নিগ্রহে ধৃত ৫ গুন্ডার জামিন : কলকাতায় ডাক্তাররা আবারও তেতে উঠেছেন


 

ডেস্ক
__________________

জুলাই মাস শুরু হতেই কলকাতায় নীলরতন হাসপাতালে ডাক্তার নিগ্রহে ধৃত ৫ জন সন্ত্রাসী গুন্ডা জামিন পেয়েছেন । যদিও ডাক্তারদের উপর হামলায় মূল অভিযুক্তরা ধরাই পড়েনি, অন্তত এমনটাই মত জুনিয়র ডাক্তারদের। এর মধ্যেই মঙ্গলবার ছিল প্রশাসনের সঙ্গে ডাক্তারদের নির্ধারিত বৈঠক। সেই বৈঠক থেকে ফিরে রীতিমতো আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, পরিবহের সঙ্গে যা ঘটল, ডাক্তারদের যেভাবে পেটানো হল, তারপরেও আসল অভিযুক্তদের ধরতেই পারল না প্রশাসন! যাদের ধরা হয়েছিল তাদেরও ছেড়ে দেওয়া হল কদিনের মধ্যেই। অথচ চিকিৎসকদের জানা ছিল, এদের বিরুদ্ধে নাকি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল!


সব মিলিয়ে রাজ্যের চিকিৎসক মহলের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ ফের চরমে। যদিও আজ ফের ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে বেশ কিছু আশ্বাস দেওয়া হয়েছে নবান্নের তরফে। কিন্তু তাতে করে চিড়ে ভিজছে না আপাতত। জুনিয়র ডাক্তারদের সাফ কথা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আমরা ফের যে কোনও ধরনের আন্দোলনের যেতে বাধ্য হব।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়