Ameen Qudir
Published:2019-06-25 21:15:56 BdST
হাসপাতালে দালাল, ভুয়া সাংবাদিক ও বিপদজনক লোকদের প্রবেশে কড়াকড়ি করলেন আরএমও
সংবাদদাতা
____________________________
বহিরাগতদের গুন্ডামি, পান্ডামি , হামলা রুখতে সাহসী আত্মরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনায়
সুনামগঞ্জের ছাতকের কৈতক ২০ শয্যা বিশিস্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার :আরএমও ডা. মোজাহারুল ইসলাম । তিনি হাসপাতালে দালাল, বহিরাগত অপ্রয়োজনীয় লোকজন, ভুয়া সাংবাদিক ও বিপদজনক আপত্তিকর লোকদের প্রবেশে কড়াকড়ি করেছেন। হাসপাতালে অবশ্যই রোগী , স্বজন , সেবা প্রত্যাশীরা ঢুকবেন। এজন্য তারা যাতে পরিচয় দিয়ে ঢোকেন , সেজন্য সকলের প্রতি অনুরোধ করেছেন।
জানা যায়, বহিরাগত নানা অপ্রয়োজনীয় লোকজনের প্রবেশে হাসপাতালে চিকিৎসা পরিবেশ বিনষ্ট হয়: সে প্রেক্ষিতে তিনি এ ব্যবস্থা নেন। সাধারণ জনগনের কাছে বিনীত অনুরোধ করেন, সেবা নিতে আসুন। সবাই মিলে একটি সুন্দর হাসপাতাল গড়ে তুলি।
জানা যায়, ছাতক-সুনামগঞ্জসহ প্রত্যন্ত এলাকা একে ভুয়া সাংবাদিক ও কথিত ভুয়া মানবাধিকার কর্মকর্তায় ভরা। তারা নামকা ওয়াস্তে মিডিয়ার কার্ড বের করে উপজেলা পর্যায়ে নানা অপরাধে লিপ্ত। একদল দালালি সহ নানা ব্যবসা করে। রোগীদের কাছে থেকে টাকা নেয়। ডাক্তারদের সঙ্গে অসৌজন্য আচরণ করেন।
আপনার মতামত দিন: