Ameen Qudir

Published:
2019-06-13 06:35:19 BdST

উপজেলায় চিকিৎসকদের বরাদ্দ ভুতুড়ে বাসস্থানের ছবি প্রকাশ করলেন ডা. ফয়সল ইকবাল


 

ডেস্ক
________________________

ডাক্তাররা উপজেলায় কোথায় থাবেন। কি তাদের জন্য ব্যবস্থা।


উপজেলায় চিকিৎসকরা কি ধরণের সরকারি আবাসে থাকেন , তার ছবি প্রকাশ করলেন প্রখ্যাত চিকিৎসক নেতা ও চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। চোখে আঙুল দিয়ে দেখালেন প্রথম শ্রেনীর বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের সরকারি বাস স্থানের হাল। ছবিতে দেখা যায়, জরাজীর্ণ থাকার অনুপযোগী এসব বাসস্থান। প্রাচীণ ভৌতিক পরিবেশ। যে কোন সময়ে ভেঙে পড়ো পড়ো অবস্থা।

 

 

ডা. ফয়সল ইকবাল চৌধুরী এ বিষয়ে বলেন,
উপজেলা পর্যায়ে ১ম শ্রেনীর বিসিএস ক্যাডার চিকিৎসক দের আবাস স্থল। আগে এই সব আবাসস্থলে যে সব মন্ত্রী, এম পি, সচিবরা ডাক্তার উপজেলায় থাকে না বলেন আগে আপনাদের ছেলে মেয়ে আত্নীয় স্বজনদের কাউকে এসব আবাস স্হলে থাকতে বলেন নতুবা আপনারা একদিন গিয়ে থাকুন।

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়