Ameen Qudir

Published:
2019-04-26 19:33:37 BdST

পোস্ট গ্রাজুয়েশন শিক্ষার্থী চিকিৎসকদের জন্য সুদবিহীন এডুকেশন লোন


একজন পোস্ট গ্রাজুয়েশন শিক্ষার্থী। ফাইল প্রতিকী ছবি।

 

খবর সূত্র: প্ল্যাটফর্ম
_____________________________

পোস্ট গ্র‍্যাজুয়েট চিকিৎসকদের জন্য সুদবিহীন এডুকেশন লোন-এর উদ্যোগ নিয়েছে চিকিৎসক- মেডিকেল শিক্ষার্থী সংগঠন প্ল্যাটফর্ম ।
সংগঠনটির তরফে জানান হচ্ছে ,

“প্ল্যাটফর্ম পোস্ট গ্র‍্যাজুয়েট ডক্টর্স ওয়েলফেয়ার প্রজেক্ট” এর অধীনে প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিশিষ্ট ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগমের প্রাথমিক অর্থায়নে শীঘ্রই চালু হবে বাংলাদেশের চিকিৎসকদের জন্য সর্বপ্রথম সুদবিহীন এডুকেশন লোন। ডাক্তার প্রতিদিন সম্পাদক ডা. সুলতানা এলগিন ও তার টিমের পক্ষ থেকে এ ধরণের অনন্য উদ্যোগকে স্বাগত জানান হচ্ছে। সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি আমরা।

প্লাটফর্ম জানায় , "পোস্টগ্র‍্যাজুয়েশনে অধ্যায়নরত চিকিৎসকগণ এ লোনের জন্য আবেদন করতে পারবেন। এফসিপিএস, ডিপ্লোমা, নন রেসিডেন্সি কোর্সে শেষ বর্ষে অধ্যায়নরত চিকিৎসকগণ অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে ফান্ড পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এফসিপিএস বা ডিপ্লোমায় প্রথম পর্বে সুযোগ প্রাপ্ত চিকিৎসকগণ, রেসিডেন্সি কোর্সে সুযোগপ্রাপ্ত চিকিৎসকেরা, পোস্টগ্রাজুয়েশন এন্ট্রি পরীক্ষায় ফর্ম ফিলাপের জন্য চিকিৎসকগণ এবং চেম্বার স্থাপনের জন্য দন্ত চিকিৎসকেরা লোনের জন্য বিবেচিত হবেন।"

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের লিঙ্কে :

https://www.platform-med.org/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8/?fbclid=IwAR2UQz1TmrhTZTQCaHu5o_MkJqPXYoOEW-QyO1I7PGt7J2FYl_ZtsPvc2kc

 



আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়